বাসন্তী: ‘অপরাধ’ ছিল বিজেপি-র (BJP) হয়ে মনোনয়ন জমা দেওয়া। আর তার ফলস্বরূপ প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুঠপাট চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার (South 24 pargana) বাসন্তীর (Basanti) ঘটনা। সেখানে বিজেপি প্রার্থী অপর্ণা হালদারের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের।
বাসন্তী ব্লকের অন্তর্গত জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের ঢসপাড়া কানাইমোড় এলাকার ঘটনা। সেখানে স্থানীয় ২২২ নম্বর বুথের বিজেপি-র হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন অপর্ণা হালদার। এই বিজেপি প্রার্থীর স্বামী সন্টু হালদার আবার ওই একই বুথেরে সভাপতি।
স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেয় নাগাদ তাঁরা বাড়ি ছিলেন না। কিন্তু এলাকাবাসীর মাধ্যমে খবর পান যে, প্রায় পঞ্চাশ থেকে ষাট জন তৃণমূল কর্মী রাত্রিবেলা তাঁদের বাড়িতে এসে কার্যত দাপাদাপি করেছে। বাড়ি ভাঙচুরের পাশাপাশি আলমারিতে থাকা সোনার গহনা ও টাকা-পয়সা, দামি জিনিস লুঠপাট করে পালিয়ে গিয়েছে।
ঘটনার পর থেকেই আতঙ্কিত হালদার পরিবার। আজ ওই দম্পতির বাড়িতে ফেরার রয়েছে। তাঁদের সঙ্গে দেখা করতে পারেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ জেলার নেতৃত্ব।
বিজেপি প্রার্থী অপর্ণা হালদার কাঁদতে-কাঁদতে বলেন, “মনোনয়ন জামা দিয়েছিলাম বলে ওরা ঘরবাড়ি ভেঙে সব লুঠ করে নিয়ে চলে গিয়েছে। আমরা বাইরে ছিলাম বলে প্রাণে বেঁচে রয়েছি।” অপরদিকে, বাসন্তী ব্লক তৃণমূল নেতা আবদুল মান্নান ওরফে মন্টু গাজী বলেন, “অপর্ণা মণ্ডল নিজেদের ঘর ভাঙচুর করে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে। আর সুকান্ত মজুমদার শান্তিপূর্ণ বাসন্তীকে অশান্ত করার জন্য এখানে আসছেন। আমি ধিক্কার জানাই।”