Diamond Harbour: গাড়ি থেকে পড়ে গেল ব্যান্ডেজ জড়ানো কাটা পা! খবর শুনেই ভিড় জমল এলাকায়

Diamond Harbour: কোথা থেকে, কীভাবে ওই মানুষের পায়ের কাটা অংশ এল, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি।

Diamond Harbour: গাড়ি থেকে পড়ে গেল ব্যান্ডেজ জড়ানো কাটা পা! খবর শুনেই ভিড় জমল এলাকায়
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 11, 2025 | 4:03 PM

ডায়মন্ড হারবার: রাতের অন্ধকারে রাস্তার পাশে চোখে পড়ল ব্যান্ডেজ জড়ানো কাটা পা। শিউরে ওঠার মতো দৃশ্য দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানার সরাচী এলাকায়। রবিবার রাতে দেউলার মোড় থেকে উস্তি যাওয়ার রাজ্য সড়কের পাশে ওই পায়ের কাটা অংশটা ব্যান্ডেজ জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমান সাধারণ মানুষ। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

কোথা থেকে, কীভাবে ওই মানুষের পায়ের কাটা অংশ এল, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। খবর পাওয়ার পর রাতেই উস্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা পা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতাল মর্গে পাঠায়।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা একটি সংস্থার গাড়ি থেকে ওই কাটা পায়ের অংশটা রাস্তার পাশে পড়ে গিয়েছিল। ওই গাড়িতে হাসপাতালের সমস্ত বর্জ্য ধামুয়ার গারবেজে যাচ্ছিল বলে জানা গিয়েছে। পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

ডায়মন্ড হারবারের পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিকভাবে গাড়ি থেকে পড়ে যাওয়ার কথা জানা গেলেও, আসলে কী কারণ, তা জানতে তদন্ত চলছে।