Migrant Worker Death: গর্তে নামতেই হুড়মুড়িয়ে নামল বালির ধস, শ্বাস আটকে শেষ বাংলার আরও এক পরিযায়ী শ্রমিক

Migrant Worker Death: পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রাজকুমারবাবু পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার অন্তর্গত জি-প্লট গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়ির তট গ্রামের বাসিন্দা। তিনি প্রায় দশ থেকে পনেরো বছর ধরে কেরলে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। সেখানে বাড়ি তৈরির কাজ করছিলেন।

Migrant Worker Death: গর্তে নামতেই হুড়মুড়িয়ে নামল বালির ধস, শ্বাস আটকে শেষ বাংলার আরও এক পরিযায়ী শ্রমিক
রাজকুমার নায়কImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 30, 2023 | 1:36 PM

পাথরপ্রতিমা: ভিনরাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা এ রাজ্যে নতুন নয়। আবারও মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম রাজকুমার নায়ক (৩০)। কেরলে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রাজকুমারবাবু পাথরপ্রতিমা ব্লকের গোবর্ধনপুর কোস্টাল থানার অন্তর্গত জি-প্লট গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়ির তট গ্রামের বাসিন্দা রাজকুমার। তিনি প্রায় দশ থেকে পনেরো বছর ধরে কেরলে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। সেখানে বাড়ি তৈরির কাজ করছিলেন।

২৮ নভেম্বর ভিত তৈরি করতে গিয়ে বালির ধসে চাপা পড়ে যান তিনি। সহযোগী শ্রমিকদের তৎপরতায় তাঁকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।আজ মরদেহ নিয়ে আসা হবে পাথরপ্রতিমার বুড়াবুড়িরতট গ্রামে। জানা গিয়েছে, রাজকুমারবাবুর স্ত্রী ছাড়াও রয়েছে পাঁচ বছরের দুই পুত্র সন্তান।

উল্লেখ্য গত দেড় বছর আগে রাজকুমার সংসার চালানোর জন্য কেরালায় রাজমিস্ত্রি কাজে যোগ দিয়েছিলেন। আগামী ২৫ ডিসেম্বর এর আগে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। মৃতের সহকর্মী বিশ্বজিৎ নাগ বলেন, “বালি কেটে ভিত দেওয়া হচ্ছিল। ওই গর্তে দাদা ঢুকেছিল। বালির ধসে চাপা পড়ে যায়। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কিছু করতে পারিনি। কেরলের ফায়ার ব্রিগেড এসেছিল তারাও কিছু করতে পারেনি। পরে যখন জেসিবি ডেকে যখন উদ্ধার করে তখন মৃত্যু হয়েছে তাঁর।”