কাকদ্বীপ: কী কাণ্ড! হাসপাতাল থেকে উধাও রোগী। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মেল ওয়ার্ড থেকে উধাও হয়ে গেলেন রোগী। মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে ফোন যায় ওই রোগীর পরিবারের কাছে। বেলায় রোগীর পরিবার কাকদ্বীপের হারুডপয়েন্ট কোস্টাল থানায় নিখোঁজ ডায়েরি করেন।
নিখোঁজ রোগীর নাম পার্থ মণ্ডল। তিনি হারুডপয়েন্ট কোস্টাল থানার ঠাকুরেরচকের বাসিন্দা। ঘটনার পর স্থানীয় এলাকায় খোঁজ শুরু করে পুলিশ ও রোগীর আত্মীয়রা। এরপর বেলা সাড়ে এগারোটা নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার সামনে নিশ্চিন্তপুর স্টেশনের কাছে ঘুরতে দেখা যায় বছর তেইশের পার্থকে। এলাকার মানুষের সন্দেহ হওয়ায় আটকে রেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে উদ্ধার করে নিখোঁজ পার্থকে। তাঁকে আবার পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,গত বৃহস্পতিবার এপিলেপসি আক্রান্ত পার্থকে কাকদ্বীপ হাসপাতালের ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসার পর সুস্থ হয়ে উঠছিলেন। আজ সকালে হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছে বলে ফোন যায় পরিবারের কাছে। হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিশ্বাস তদন্তের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় হাসপাতালে রোগীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। নিরাপত্তাকর্মীদের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। কৃষ্ণেন্দু বিশ্বাস বলেন, “গত বৃহস্পতিবার আমাদের হাসপাতালে ভর্তি ছিলেন। ওনার অবস্থা খুব খারাপ ছিল। এরপর আজ সকালে শুনি যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকে খবর দেওয়া হয়। পরে শুনি যে ওনাকে খুঁজে পাওয়া গিয়েছে।”