
ভাঙড়: ৭২ ঘ্ণ্টার মধ্য়ে একের পর এক গ্রেফতার। তৃণমূল রেজ্জাক খাঁ-এর খুনের ঘটনা থেকে ধীরে ধীরে পরত তুলছে পুলিশ। এদিন ভাঙড়ের হত্যাকাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যার জেরে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জন।
ধৃতের নাম রফিকুল খান। বিজয়গঞ্জ বাজারের চকমরিচা গ্রামের বাসিন্দা সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে হাসনাবাদের সদরপুর থেকে রফিকুলকে গ্রেফতার করা হয়েছে। রেজ্জাক খাঁ-খুনের পরিকল্পনায় যুক্ত ছিল এই অভিযুক্ত। হত্যার ১৫ দিন আগেই রেজ্জাককে সরিয়ে দিতে চেয়েছিল তারা। সেই মতো তৈরি হয়েছিল খুনের ছক। কিন্তু কোনও কারণে পরিকল্পনা ভেস্তে যায়। রেজ্জাককে বাগে পান না অভিযুক্ত। ফের নতুন করে কষা হয় ছক। ফাঁকা জায়গায় শেষ করা হয় রেজ্জাককে।
রেজ্জাক হত্যার ঘটনায় প্রথম থেকেই আইএসএফ-এর দিকে দায় ঠেলে আসছেন ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। রবিবার তৃণমূল নেতা খুনে মূল চক্রী মোফাজ্জেল মোল্লাকে যখন পুলিশ গ্রেফতার করে তখনও শওকত দাবি করেন, এই গোটা ঘটনার নেপথ্যে আইএসএফ-র হাত রয়েছে। বলে রাখা ভাল, এই মোফাজ্জেল আবার তৃণমূল নেতা। পুলিশের সন্দেহ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতাতেই এই খুন করেছে সে।
এমনকি, সোমবার সকালে গ্রেফতার হওয়া আজাহারউদ্দিন মোল্লা, সে নিজেও যুক্ত তৃণমূলের সঙ্গেই। আগে আইএসএফ করলেও পরবর্তীতে শওকত মোল্লার হাতে ধরেই আজাহারউদ্দিন তৃণমূলে চলে আসে। আইএসএফ-এ থাকাকালীন বোমা বাঁধতে গিয়ে গুরুতর ভাবে আহত হয়েছিল সে। তখনই ছেড়েছিল দল, যোগ দিয়েছিল তৃণমূলে। তবে রেজ্জাক খুনে এই নতুন অভিযুক্ত কোন দলের তা এখনও জানা যায়নি।