Police attacked: এবার ভাঙড়! ফের আক্রান্ত পুলিশ, পাল্টা অ্যাকশন নিতেই গাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের
Police attacked: পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার নাটাপুকুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এলাকাতেই কয়েকজনের মধ্যে ঝামেলা হয়। বচসা চরমে উঠলে খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পোলেরহাট থানার একটি টিম। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করারও চেষ্টা হয়।

পোলেরহাট: কখনও মালদহ, কখনও পশ্চিম মেদিনীপুর, পুলিশের উপর আক্রমণ যেন নতুন রোগ বাংলার। এবার ফের আক্রান্ত পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার নাটাপুকুর এলাকায়। আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মণ্ডল। কর্তব্যরত অবস্থায় ধাক্কা মারার পাশাপাশি কিল ঘুসি মারা হয় বলে খবর।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার নাটাপুকুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এলাকাতেই কয়েকজনের মধ্যে ঝামেলা হয়। বচসা চরমে উঠলে খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পোলেরহাট থানার একটি টিম। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করারও চেষ্টা হয়। কিন্তু, আচমকা এক যুবক এক কর্তব্যরত পুলিশ কন্সস্টেবলের উপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। ধাক্কাও মারা হয়। কিল-ঘুসিও মারে বলে অভিযোগ। তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশ যুবককে আটক করলে আরও উত্তেজনা ছড়ায় এলাকায়। গ্রামের সাধারণ মানুষ পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখায়। গাড়ি ভাঙচুর করারও হুশিয়ারিও দেওয়া।
স্থানীয় সূত্রে খবর, নাটাপুকুর এলাকায় একটি জমি নিয়ে বসিরুদ্দিন মোল্লা, নাসির উদ্দিন মোল্লা-সহ তাঁদের পরিবারের ঝামেলা বাঁধে তৌফিক মোল্লা, জাহাঙ্গীর মোল্লা সহ তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে। ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়। পুলিশকে খবর দিলে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অভিযোগ সেই সময় কনস্টেবল সুশান্ত মণ্ডলের উপর আক্রমণ করে জাহাঙ্গির। ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।





