Baruipur News: গাড়িতে লেখা ‘Doctor’, আর ডিকি খুলতেই পুলিশের চোখ কপালে

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রত্যেকেই বারুইপুর এলাকার বাসিন্দা। ওড়িশার বেহরামপুর থেকে ওই গাঁজা নিয়ে গাড়িতে করে তাঁরা এলাকায় আসছিলেন। তবে কী উদ্দেশে এত গাঁজা নিয়ে আসা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।

Baruipur News: গাড়িতে লেখা Doctor, আর ডিকি খুলতেই পুলিশের চোখ কপালে
বারুইপুরে গাঁজা পাচারের চেষ্টাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 25, 2025 | 7:56 PM

বারুইপুর: সাঁইসাঁই করে যাচ্ছিল চারচাকা গাড়ি। তাতে আবার ডাক্তার লেখা। তবে পুলিশ থামিয়েছিল সেই গাড়িকে। এরপর চলে তল্লাশি। আর চারচাকার ডিকি খুলতেই কার্যত মাথায় হাত। এ কী! ডাক্তারের গাড়িতে কি না গাঁজা? বাকিটা আর বুঝতে বাকি রইল না কারও। ডিকি থেকে বেরল শুধুই গাঁজা। প্রায় দশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার হল সেখান থেকে। ঘটনাটি ঘটেছে বারুইপুরে।

রবিবার বারুইপুর আমতলা রোডের টংতলা এলাকায় গাড়িটি আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ির পিছনে মালপত্র রাখার জায়গা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।এছাড়া কিছু নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়িতে চালক সহ পাঁচজন ছিলেন।তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা প্রত্যেকেই বারুইপুর এলাকার বাসিন্দা। ওড়িশার বেহরামপুর থেকে ওই গাঁজা নিয়ে গাড়িতে করে তাঁরা এলাকায় আসছিলেন। তবে কী উদ্দেশে এত গাঁজা নিয়ে আসা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।

SDPO বারুইপুর অভিষেক রঞ্জন বলেন, “২৪ অগস্ট পুলিশ আধিকারিকরা গিয়েছিলেন চেকিংয়ে। সেই সময় তল্লাশি চালান তাঁরা। আর তল্লাশি চালাতেই গাড়ির পিছন থেকে মেলে গাঁজা। অভিযুক্তরা স্বীকার করেন তাঁরা গাঁজা পাচার করছিলেন।”