Sundarban: সুন্দরবনে যাত্রীদের ব্যাগে দেদার তল্লাশি, লঞ্চের চালকদের সঙ্গেও কথা, কী হচ্ছে সেখানে?

Abhigyan Naskar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 28, 2024 | 5:56 PM

Sundarban:বস্তুত,শীতকাল মানেই বাঙালির ঘুরতে যাওয়ার অন্যতম জায়গা সুন্দরবন। কিন্তু সেখান থেকেই কয়েকদিন আগে গ্রেফতার হয়েছে কাশ্মীরের 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গি জাভেদ মুন্সি। তারপর থেকে কম চাপানউতর তৈরি হয়নি।

Sundarban: সুন্দরবনে যাত্রীদের ব্যাগে দেদার তল্লাশি, লঞ্চের চালকদের সঙ্গেও কথা, কী হচ্ছে সেখানে?
কী হচ্ছে সেখানে?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সুন্দরবন: কখনও পর্যটক বোঝাই লঞ্চে। কখনও বা মৎস্যজীবীদের নৌকায়। কখনও আবার ফেরি ঘাটে যাত্রীদের ব্যাগ ঘাঁটাঘাঁটি চলছে। সুন্দরবনে এইভাবেই জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। একটু কিছু সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে চালক থেকে শুরু করে সেখানে উপস্থিত প্রায় সকলকেই জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা। জানতে চাইছেন কিছু প্রশ্ন। কিন্তু কেন?

বস্তুত,শীতকাল মানেই বাঙালির ঘুরতে যাওয়ার অন্যতম জায়গা সুন্দরবন। কিন্তু সেখান থেকেই কয়েকদিন আগে গ্রেফতার হয়েছে কাশ্মীরের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি জাভেদ মুন্সি। তারপর থেকে কম চাপানউতর তৈরি হয়নি। এই পরিস্থিতিতে আর কোনও রকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সুন্দরবনে জলপথে জঙ্গি-সন্ত্রাসী ঢোকা আটকাতে নৌকা ও পর্যটকদের লঞ্চে নজরদারি শুরু উপকূল পুলিশের।

এ দিন, বাড়তি নজরদারি শুরু করেছে উপকূল থানার পুলিশ কর্মীরা। বিশেষ করে যে সমস্ত নৌকা বাংলাদেশ জল সীমানার দিকে থেকে মাছ, কাঁকড়া ধরতে যায়। এক দ্বীপ থেকে অন্য দ্বীপের সঙ্গে যোগাযোগকারী যাত্রী পরিবহণের নৌকাগুলোতেও এক যোগে এই বিশেষ তল্লাশির কাজ শুরু করেছে উপকূল থানার পুলিশ।গোসাবা ব্লকের সুন্দরবন উপকূল থানার পুলিশ কর্মীরা গোসাবার ব-দ্বীপ এলাকার বিভিন্ন ফেরি সার্ভিসের নৌকাগুলিতে যাত্রীদের ব্যাগে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি মৎস্যজীবীদের নৌকা ও পর্যটকদের বোট, লঞ্চ গুলিতেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে নিরাপত্তাজনিত কারণে।

 

Next Article
Saokat Molla-Suvendu Adhikari: ‘ক্ষমা চাইতে হবে’, শুভেন্দুকে আইনি নোটিস পাঠিয়ে হুঁশিয়ারি শওকতের
Blast in Baruipur: রান্নার সময় তীব্র বিস্ফোরণ, ছাই হয়ে গেল বাড়ি, ৩ জনের অবস্থা দেখে শিউরে উঠল প্রতিবেশীরা