Minor marriage: নাবালিকার বিয়ে রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ, কনের বাড়ির মারধরের জেরে হাসপাতালে ভর্তি ৬ আধিকারিক

Shuvendu Halder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 08, 2023 | 6:56 AM

Minor marriage: বুধবার দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের মতিলাল পাইক পাড়ায় জাহাঙ্গির পাইকের মেয়ের বিয়ে ছিল। কিন্তু কনে নাবালিকা বলে পুলিশের কাছে খবর আসে। এরপর বেলা তিনটে নাগাদ পুলিশ বিয়ে বাড়িতে হাজির হয়। কনের জন্মের শংসাপত্র দেখতে চায় পুলিশ।

Minor marriage: নাবালিকার বিয়ে রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ, কনের বাড়ির মারধরের জেরে হাসপাতালে ভর্তি ৬ আধিকারিক
ঢোলাহাট পুলিশ (নিজস্ব চিত্র)

Follow Us

ঢোলাহাট: রাজ্যে ফের আক্রান্ত পুলিশ (Police)। এবারের ঘটনাস্থল ঢোলাহাট থানার মতিলাল পাইকপাড়া। নাবালিকার বিয়ে বন্ধ করতে গেলে তাঁর পরিবারের হাতে গুরুতর জখম পাঁচ পুলিশ আধিকারিক সহ এক। তাঁদের মধ্যে রয়েছেন এক মহিলা কনস্টেবল,এক এএসআই, দু’‌জন পুরুষ কনস্টেবল,এক সিভিক ভলেন্টিয়র ও গাড়ির চালক। প্রত্যেককে চিকিৎসার জন্য গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

বুধবার দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের মতিলাল পাইক পাড়ায় জাহাঙ্গির পাইকের মেয়ের বিয়ে ছিল। কিন্তু কনে নাবালিকা বলে পুলিশের কাছে খবর আসে। এরপর বেলা তিনটে নাগাদ পুলিশ বিয়ে বাড়িতে হাজির হয়। কনের জন্মের শংসাপত্র দেখতে চায় পুলিশ। কিন্তু পরিবারের লোকজন রাজি হয়নি। এরপর পুলিশকে ঘিরে ফেলে পরিবার ও প্রতিবেশীরা। উত্তেজনা তৈরি হয়। পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। মহিলা কনস্টেবল সহ বাকি পুলিশ কর্মীদের মারধর করা হয়।

খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী গিয়ে আক্রান্ত পুলিশকর্মীদের উদ্ধার করে আনে। এই ঘটনায় তিন মহিলা সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বর ও কনে এলাকা ছেড়ে পালিয়ে যায়। বন্ধ হয়ে যায় বিয়ের অনুষ্ঠান।

Next Article