Basanti: মাটি কাটার প্রতিবাদ, বাঁশ-লাঠি নিয়ে মহিলাদের মারধরের অভিযোগ

Basanti Chaos: অভিযোগ, আপত্তি জানানোর পরেও জোর করে জমি মাটি কেটে নেওয়া হচ্ছিল। বাধা দেওয়ায় মহিলাদের লাঠি, বাঁশ, এমনকি কোদালের বাঁট দিয়ে কয়েকজন মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। এই মারধর করার ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত উত্তর ভাঙনখালি গ্রামে।

Basanti: মাটি কাটার প্রতিবাদ, বাঁশ-লাঠি নিয়ে মহিলাদের মারধরের অভিযোগ
মাটি কাটার প্রতিবাদ করায় আক্রান্তImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 31, 2025 | 1:19 PM

দক্ষিণ ২৪ পরগনা:  বাসন্তীতে জমি থেকে জোর করে মাটি কাটার অভিযোগ। বাধা দেওয়ায় ৪ জন মহিলাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বেশ কয়েকজনের বিরুদ্ধে। মারধরের ঘটনার ভিডিয়ো এল প্রকাশ্যে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে।

অভিযোগ, আপত্তি জানানোর পরেও জোর করে জমি মাটি কেটে নেওয়া হচ্ছিল। বাধা দেওয়ায় মহিলাদের লাঠি, বাঁশ, এমনকি কোদালের বাঁট দিয়ে কয়েকজন মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। এই মারধর করার ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত উত্তর ভাঙনখালি গ্রামে। অভিযোগ স্থানীয় বাসিন্দা শাবানা লস্করের কেনা জমি থেকে জোর করে কয়েকজন প্রতিবেশী কয়েকজন ব্যক্তি মাটি কেটে নেন। সেই সময় একত্রিত হয়ে বাড়ির মহিলাররা বাঁধা দিতে গেলে লাঠি,বাঁশ এমনকি কোদালের বাঁট পর্যন্ত দিয়ে বেধড়ক মারধর করে। এই মারধরের ঘটনায় মোট ৪ জন আহত হয়েছে।

ওই আহতদেরকে উদ্ধার করে তড়িঘড়ি বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করতে নিয়ে আসেন পরিবারের লোকজন।এই ঘটনায় বাসন্তী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগের ভিত্তিতে বাসন্তী থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।অভিযুক্তরা পলাতক। আক্রান্ত এক মহিলা বলেন, “মাটি কাটার প্রতিবাদ করেছিলাম। আগেও করেছি। কিন্তু এদিন হঠাৎ করেই বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয়। আমরা মেয়েরাই বাধা দিচ্ছিলাম। আমাদের বাজেভাবে মারা হয়।”