Royal bengal tiger attack:নৌকা থেকে টেনে নিয়ে গেল জঙ্গলে, আবারও বাঘে-মানুষে লড়াই সুন্দরবনে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 06, 2023 | 4:11 PM

Royal Bengal Tiger: তবে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

Royal bengal tiger attack:নৌকা থেকে টেনে নিয়ে গেল জঙ্গলে, আবারও বাঘে-মানুষে লড়াই সুন্দরবনে
প্রতীকী ছবি

Follow Us

ফের বাঘের আক্রমণে প্রাণ গেল মৎস্যজীবীর। যার জেরে শোকের ছায়া ওই এলাকায়। জানা গিয়েছে, কাঁকড়া ধরতে গিয়ে দক্ষিণরায়ের হানায় গুরুতর আহত হন ওই মৎস্যজীবী। তাঁকে মইপিঠ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

সুন্দরবনের মইপীঠের ঘটনা। বাঘের আক্রমণে মৃত্যু হয় এক মৎস্যজীবীর। মৃত ওই মৎস্যজীবীর নাম সঞ্জয় চক্রবর্তী (৩২)। স্থানীয় সূত্রে খবর, কুলতলী ব্লকের মৈপীঠ উপকূল থানার নগানাবাদ এলাকার বাসিন্দা সঞ্জয় চক্রবর্তী। তিনি তিন সঙ্গীকে নিয়ে গত বৃহস্পতিবার সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যান। শনিবার বিকেলের সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরার সময় সঞ্জয় চক্রবর্তীকে বাঘে আক্রমণ করেন।

সঙ্গী মৎস্যজীবীরা উদ্ধার করে শনিবার গভীর রাতে মইপিঠ নগেনাবাদে নিয়ে আসেন। প্রথমে একটি নার্সিংহোমে ভর্তি করে চিকিৎসা শুরু হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় সঞ্জয় চক্রবর্তীকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এরপর ওই মৎস্যজীবীর কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ দিকে, সোমবার সেই মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

 

Next Article