Sundarban: সুন্দরবনে রাজার হালে ঘুরছেন তিনি, দক্ষিণরায়কে দেখে নিন ভিডিয়োয়

Abhigyan Naskar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 25, 2024 | 4:10 PM

Sundarban: এ দিকে, বন দফতর আগেই জানিয়েছিল সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। গত নভেম্বর-ডিসেম্বর মাসে সুন্দরবনে যখন বাঘ সুমারি করা হয়, সেই সময় এই তথ্য মিলেছে। তবে গত বছরের তুলনায় এ বছর আরও খানিকটা সংখ্যা বাড়বে বলে আশা করছেন বন আধিকারিকরা। সর্বশেষ সর্বভারতীয় ব্যাঘ্র সুমারিতে সুন্দরবনে বাঘেদের সংখ্যা ছিল ১০১টি।

Sundarban: সুন্দরবনে রাজার হালে ঘুরছেন তিনি, দক্ষিণরায়কে দেখে নিন ভিডিয়োয়
সুন্দরবনে বাঘ সুমারি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সুন্দরবন: হালকা শীতের আমেজ। ধীরে ধীরে ভিড় বাড়ছে সুন্দরবনে। পর্যটকরা যাচ্ছেন। আশা একটাই যদি দক্ষিণরায়ের দেখা যায়। তবে নিরাশ হলেন না কোনও পর্যটকই। কারণ, সুন্দরবনে দেখা মিলল বাঘের। একটা নয়, দুটো নয়। একেবারে তিন-তিনটে রয়াল বেঙ্গল। সেই খুশি কি আর ধরে রাখা যায়? আনন্দে বাঘকে ক্যামেরাবন্দি করলেন পর্যটকরা।

জানা গিয়েছে, সুন্দরবনের বনি ক্যাম্পে রবিবার বিকেলে বাঘগুলির দেখা মেলে। বাঘিনী ও দুই ব্যাঘ্র শাবক ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে। কেউ হাঁটছে। কেউ আবার মাটিতেই গড়াগড়ি খেল। বাঘেদের কাণ্ডে আনন্দিত পর্যটকরা। কারণ সুন্দরবন অনেকেই যান। তবে এভাবে বাঘের দর্শন কিন্তু সকলে পান না। তারপর আবার একসাথে তিনটি বাঘ দেখা। মুখের কথা?  আনন্দে আটখানা পর্যটক থেকে শুরু করে বনি ক্যাম্পের বন কর্মীরা।

এ দিকে, বন দফতর আগেই জানিয়েছিল সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। গত নভেম্বর-ডিসেম্বর মাসে সুন্দরবনে যখন বাঘ সুমারি করা হয়, সেই সময় এই তথ্য মিলেছে। তবে গত বছরের তুলনায় এ বছর আরও খানিকটা সংখ্যা বাড়বে বলে আশা করছেন বন আধিকারিকরা। সর্বশেষ সর্বভারতীয় ব্যাঘ্র সুমারিতে সুন্দরবনে বাঘেদের সংখ্যা ছিল ১০১টি।

Next Article