Royal Bengal Tiger: ভরা বর্ষায় সাঁতার কাটছে বাঘিনী, সঙ্গে আরও দুই ‘রয়্যাল’… দেখে নিন ভিডিয়ো
Sundarban: শীতকালে প্রায় প্রায়ই সুন্দরবনের খাঁড়িতে রোদ পোহাতে আসে রয়্যাল বেঙ্গলের দল। সপরিবারেও দেখা মেলে কখনও কখনও। তবে বর্ষায় এমন দৃশ্য খুব কমই দেখা যায়।
দক্ষিণ ২৪ পরগনা: ক্যালেন্ডারে মাসটা ভাদ্র হলেও নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। উপকূলের জেলাগুলিতে প্রবল বর্ষণ। আর এরমধ্যেই সুন্দরবনে জমজমাট ইলিশ উৎসব। সেই ইলিশ উৎসবে গিয়েই ‘রয়্যাল’ পরিবারের দর্শন পেলেন পর্যটকরা। বাঘিনীর সঙ্গে আরও দুই বাঘ সাঁতরে পার হচ্ছে উপচে পড়া নদী। অসাধারণ সেই দৃশ্য ভাইরাল।
সুন্দরবনের সজনেখালি রেঞ্জে একসঙ্গে তিন তিনটে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেলেন পর্যটকরা। সজনেখালির পীরখালিতে এই বিরল দৃশ্যে দারুণ খুশি তাঁরা। বর্ষা আর শীতের মরসুমে সুন্দরবনে পর্যটকের ভিড় উপচে পড়ে। আর এই পর্যটকদের সিংহভাগেরই আকাঙ্খা থাকে, যদি দক্ষিণরায়ের দেখা মেলে কোনওভাবে।
#WatchNow: সুন্দরবনের সজনেখালি রেঞ্জে একসঙ্গে তিনটি রয়্যাল বেঙ্গলের দর্শন পেলেন পর্যটকরা। বিরল এই দৃশ্য নিজেদের মোবাইলবন্দি করলেন পর্যটকরা।
WATCH LIVE: https://t.co/gXqO63iLKd#RoyalBengalTiger | #Sundarbans pic.twitter.com/rt3RQ4JJ73
— TV9 Bangla (@Tv9_Bangla) September 8, 2023
শীতকালে প্রায় প্রায়ই সুন্দরবনের খাঁড়িতে রোদ পোহাতে আসে রয়্যাল বেঙ্গলের দল। সপরিবারেও দেখা মেলে কখনও কখনও। তবে বর্ষায় এমন দৃশ্য খুব কমই দেখা যায়। বর্ষায় মূলত ইলিশ উৎসবের টানেই ছুটে আসেন পর্যটকরা। সেখানে এমন বিরল দৃশ্যে উচ্ছ্বসিত তাঁরা। বাঘগুলি নদী সাঁতরে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাচ্ছিল। বনদফতর সূত্রে খবর, বাঘিনী ও তার দুই শাবক বেশ কিছুদিন ধরেই এই এলাকায় রয়েছে। তারাই এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়ার সময় পর্যটকরা দর্শন পেয়েছেন।