India-Bangladesh Border: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানায় নিরাপত্তায় জোর, ঘুরছে কোস্ট গার্ডের স্পিডবোট

India-Bangladesh Border: দক্ষিণ ২৪ পরগনা জেলায় সুন্দরবনের জল সীমা প্রায় ১৫০ কিলোমিটার। এই পথে অনুপ্রবেশ ঠেকাতে নদী ও বনভূমি এলাকায় সর্বদাই সজাগ দৃষ্টি রাখছে বিএসএফ। ভাসমান বর্ডার আউট পোস্ট থেকে চলছে নজরদারি। কোন ফাঁক যাতে না থাকে তা নিশ্চিত করা হচ্ছে।

India-Bangladesh Border: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানায় নিরাপত্তায় জোর, ঘুরছে কোস্ট গার্ডের স্পিডবোট
ঘুরছে স্পিডবোটImage Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Nov 11, 2025 | 9:10 PM

ফ্রেজারগঞ্জ: দিল্লি বিস্ফোরণের পর আতঙ্কের আবহ দেশের সব বড় শহরেই। জারি করা হয়েছে অ্যালার্ট। তৎপরতা বাড়িয়েছে এ রাজ্যের পুলিশও। জোর দেওয়া হয়েছে রেলের নিরাপত্তাতেও। এরইমধ্যে এবার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানায় নজরদারি আরও বাড়ানো হল। সুন্দরবনের উপকূল পুলিশকে সঙ্গে নিয়ে স্পিডবোটে বঙ্গোপসাগরে টহলদারি শুরু করে দিল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। 

এদিন দপুরে দেখা যায় ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ কর্মীরা সুন্দরবনের নদী এবং বঙ্গোপসাগরে এফআইবি বোটে করে নজরদারি চালাচ্ছেন। এই সময় প্রচুর মৎস্যজীবী ট্রলারে মাছ ধরতেও যান। তাঁদের দেখা পেলে তাঁদেরও সতর্ক করা হয় আলাদা করে। জলের মধ্যে কোনওরকম সন্দেহজনক জলযান, সন্দেহজনক ব্যক্তিদের দেখলেই স্থানীয় উপকূল থানা, কোস্টগার্ড, মৎস্যজীবী অ্যাসোসিয়েশানকে যত দ্রুত সম্ভব খবর দিতে বলা হয়েছে। 

এদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় সুন্দরবনের জল সীমা প্রায় ১৫০ কিলোমিটার। এই পথে অনুপ্রবেশ ঠেকাতে নদী ও বনভূমি এলাকায় সর্বদাই সজাগ দৃষ্টি রাখছে বিএসএফ। ভাসমান বর্ডার আউট পোস্ট থেকে চলছে নজরদারি। পাশাপাশি বঙ্গোপসাগরের অংশে উপকূলরক্ষী বাহিনীও পুরোদমে নজরদারি চালাচ্ছে। পাশাপাশি উপকূল এলাকার স্থলপথেও পুলিশি টহল অনেকটাই বেড়েছে। চলছে নাকা তল্লাশি। নদী ও জেটিঘাটগুলিতে যে পথে যাওয়া যায় সেই সমস্ত রাস্তাতেও চলছে নাকা তল্লাশি। পাশেই বাংলাদেশ। সে কারণে সীমান্তবর্তী এলাকা হওয়ায় আন্তর্জাতিক জলপথগুলিতে চলাচলকারী বাংলাদেশী এবং বিদেশি জাহাজগুলিতেও আলাদা করে নজর থাকছে। একইসঙ্গে বার্জগুলিও রয়েছে উপকূলরক্ষী বাহিনীর নজরদারির আওতায়। সোজা কথায় জলসীমায় যাতে কোনও ফাঁক না থেকে যায় সে জন্য় সদা সতর্ক রয়েছে কোস্ট গার্ড-পুলিশ।