Physical Harassment: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রৌঢ়

Physical Harassment: নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় নির্যাতিতার মা বাড়িতে ছিলেন না৷ তিনি দোকানে গিয়েছিলেন। নির্যাতিতার বয়ান অনুযায়ী, মেয়েটিকে একা দেখতে পেয়ে তাকে ডাকে অভিযুক্ত৷

Physical Harassment: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রৌঢ়
প্রতীকী ছবি।

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 03, 2023 | 3:36 PM

কুলতলি: বিশেষ ভাবে সক্ষম এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল পাড়ারই এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার বারুইপুর আদালতে পেশ করা হবে৷ ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় নির্যাতিতার মা বাড়িতে ছিলেন না৷ তিনি দোকানে গিয়েছিলেন। নির্যাতিতার বয়ান অনুযায়ী, মেয়েটিকে একা দেখতে পেয়ে তাকে ডাকেন অভিযুক্ত৷ সম্পর্কে জ্যেঠু হওয়ায় তাঁর কাছে যায় সে। অভিযোগ, তখনই নাবালিকার সঙ্গে খারাপ আচরণ করেন অভিযুক্ত। নাবালিকা চিৎকার করলে তাঁর বাড়ির লোক দৌড়ে আসেন। তখনই পালিয়ে যান অভিযুক্ত। চিৎকার চেঁচামেচি শুনে জড়ো হয়ে যান প্রতিবেশীরাও। নাবালিকাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে মাকে সবটা খুলে বলে নাবালিকা।

এই ঘটনায় সোমবারই কুলতলি থানায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা ৷ সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

অভিযুক্ত এখন পুলিশের হেফাজতে। তাই এখনও পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্যাতিতার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। নির্যাতিতার সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা।