ক্যানিং: এবার টুথ পেস্টের টিউবের ভিতরে অভিনব কায়দায় সোনা পাচার। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের। সেখানেই ঘটেছে এমন ঘটনা।
বুধবার ক্যানিং-বারুইপুর রোডে ধলিরবাটি মোড়ের কাছে পুলিশের নাকা চেকিং চলছিল। এরপরই সাত সোনা চোরাকারবারিকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, হাওড়া থেকে সোনা চুরি করে একটি চার চাকা গাড়িতে করে আসছিল ক্যানিংয়েরই একটি সোনা চোরাইকারীদের একটি দল। গোপনে সেই খবর পেয়ে ক্যানিং থানার পুলিশের কাছে চলে যায়।
এরপর নাকা চেকিং করে সন্দেহভাজন একটি চার চাকা গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। সেই গাড়িতে থেকে টুথ পেস্ট টিউব কেটে উদ্ধার করা হয়েছে ৭০ গ্রাম সোনা। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা। এই ঘটনায় পুলিশ ওই সাত জনকে গ্রেফতার করেছে। ধৃতদের আজই আলিপুর আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ধৃতদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের বাকিদের ধরতে তৎপরতা শুরু করেছে।