Shoot Out: স্কুলের মাঠে পরপর ৬ রাউন্ড গুলি, দোলের সন্ধ্যায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী
Shoot Out: কী কারণে ওই যুবককে লক্ষ্য করে গুলি চালানো হল, তা বুঝে উঠতে পারছেন না আহত কর্মীর আত্মীয়রা।
বারুইপুর: স্কুলের মাঠে চলল গুলি। দোলের দিন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় পরপর ছ রাউন্ড গুলি (Shooting) চালানো হয়েছে বলে অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার কাঁঠালবেড়িয়ায়। ঘটনায় আহত হয়েছেন এক তৃণমূল (TMC) কর্মী। তাঁর নাম আনসার মোল্লা। তিনি বেঁওতা গাজি পাড়ার বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এলাকারই কয়েকজন যুবককে সন্দেহ করছে আহত আনসার মোল্লার পরিবার। কী কারণে এভাবে প্রকাশ্যে গুলি চালানো হল, তা বুঝে উঠতে পারছেন না তাঁর পরিবারও। স্থানীয় বাসিন্দারাই চিৎকারের শব্দ শুনে ছুটে যান ঘটনাস্থলে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় আনসারকে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে তাঁরাই উদ্ধার করে নিয়ে যান কলকাতার আরজিকর হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর।
আনসার মোল্লার ছেলে জানান, তাঁর বাবার জমি নিয়ে কিছু সমস্যার কথা শুনেছিল সে। সে কারণেই গুলি করা হল কি না, তা বুঝতে পারছে না তারা। এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত আনসার। এলাকার এক বাসিন্দা জানান, এদিন তাঁরা গোরস্থানের কাছে বসে আড্ডা দিচ্ছিলেন। সেই সময়ই হঠাৎই আর্তনাদ কানে যায় তাঁদের। তাঁর দাবি আনসার কাজ থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় আচমকাই গুলি করা হয়। ব্যক্তিগত শত্রুতার কারণে গুলি কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনায় বেশ কয়েকজনকে সন্দেহ করছে আহত ব্যক্তির পরিবার। জানা গিয়েছে, ঘটনার পর থেকে পলাতক নুর মোহম্মদ মোল্লা এবং তুষার মোল্লা নামে দুই ব্যক্তি। কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্মীরা এই ঘটনার পর দুজনের বাড়িতে হানা দিলে তালা বন্ধ অবস্থায় দেখে। ইতিমধ্যে কলকাতা লেদার কমপ্লেক্স থানার বিশাল পুলিশ বাহিনীর ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।