South 24 Parganas: ধরা পড়ল ২৪০ কেজি খোকা ইলিশ, মৎস্য দফতর গাড়ি আটকাতেই ধুন্ধুমারকাণ্ড…

South 24 Parganas: পাশাপাশি ওই মাছ নগেন্দ্র বাজারে নিলামের জন্য আনা হয়। তখনই ব্যবসায়ী ও শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। রীতিমতো তাণ্ডব শুরু করেন মৎস্যজীবীরা।  মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশের কাছে।

South 24 Parganas: ধরা পড়ল ২৪০ কেজি খোকা ইলিশ, মৎস্য দফতর গাড়ি আটকাতেই ধুন্ধুমারকাণ্ড...
মৎস্যজীবীদের বিক্ষোভImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 09, 2025 | 1:19 PM

দক্ষিণ ২৪ পরগনা:  ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মৎস্য আড়তে খোকা ইলিশকে ঘিরে গন্ডগোল। তার জেরে তীব্র উত্তেজনা ছড়াল এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল বাহিনী। জানা গিয়েছে, বিষ্ণুপুরের নেপালগঞ্জের এক ব্যবসায়ী নগেন্দ্র বাজার থেকে কয়েকশো কেজি ইলিশ কিনে ফিরছিলেন। কিন্তু মগরাহাট থানার নাকা চেকিংয়ে ধরা পড়ে গাড়িটি। তল্লাশিতে ধরা পড়ে ২৪০ কেজি খোকা ইলিশ। যেগুলির ওজন ছিল ৩০০ গ্রামের কম। এছাড়াও তার মধ্যে ছিল ২৫০ গ্রামের মাছও।এই ঘটনার পরেই মৎস্য দফতর গাড়িটি আটক করে।

পাশাপাশি ওই মাছ নগেন্দ্র বাজারে নিলামের জন্য আনা হয়। তখনই ব্যবসায়ী ও শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। রীতিমতো তাণ্ডব শুরু করেন মৎস্যজীবীরা।  মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশের কাছে। পরে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত খোকা ইলিশ ধরা আইনত নিষেধ। এর জন্য রয়েছে বিশেষ নির্দেশিকাও। তা সত্ত্বেও অনেক সময় বাজারে খোকা ইলিশ দেখা যায়। আর এদিন তেমন খোকা ইলিশ আটক করার পরে এই কাণ্ড। এমনিতেই বারবার সরকারের তরফ থেকে খোকা ইলিশ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

উল্লেখ্য, মরশুম হতে না হতেই ছোট ইলিশ ধরার অবৈধ কারবার শুরু হয়ে গিয়েছে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। ছোট ইলিশ ভরতি আরও অনেক ট্রলার বঙ্গোপসাগর থেকে ইলিশ বোঝাই হয়ে দক্ষিণ ২৪পরগনা জেলার উপকূলবর্তী এলাকার  বিভিন্ন ঘাটে আসে। পুলিশ প্রশাসনের নজর এড়িয়েই চলে ব্যবসা। এবার ধরা পড়তেই তুলকালামকাণ্ড।