AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diamond Harbour: ‘চলমান-হাসপাতাল’, নতুন বছরেই ডায়মন্ড হারবারে বড় চমক দিতে চলেছেন অভিষেক

Diamond Harbour: ২ জানুয়ারি ডায়মন্ডহারবারের এসডিও মাঠে উদ্বোধনী অনুষ্ঠান। কর্মসূচির সূচনা করবেন অভিষেক। প্রথম পর্বের কর্মসূচি চলবে ২ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। গত নভেম্বর মাসে আমতলায় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে ‘সমন্বয়’ নামে একটি বৈঠক করেন অভিষেক।

Diamond Harbour: ‘চলমান-হাসপাতাল’, নতুন বছরেই ডায়মন্ড হারবারে বড় চমক দিতে চলেছেন অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Facebook
| Edited By: | Updated on: Dec 29, 2024 | 9:01 AM
Share

কলকাতা: বছর শুরুতেই ‘সেবাশ্রয়ে’ অভিষেক। ডায়মন্ড হারবার লোকসভায় শুরু হতে চলেছে ‘সেবাশ্রয়’। নতুন বছরে স্থানীয় সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত পরিকল্পনা বাস্তবায়িত হতে চলছে। ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সেবাশ্রয় স্বাস্থ‌্য শিবির। অভিষেকের সংসদীয় ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার জন‌্য হাজির থাকবেন চিকিৎসকরা। 

২ জানুয়ারি ডায়মন্ডহারবারের এসডিও মাঠে উদ্বোধনী অনুষ্ঠান। কর্মসূচির সূচনা করবেন অভিষেক। প্রথম পর্বের কর্মসূচি চলবে ২ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। গত নভেম্বর মাসে আমতলায় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে ‘সমন্বয়’ নামে একটি বৈঠক করেন অভিষেক। সেই সভা থেকেই নিজের সংসদীয় এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা জন্য কর্মসূচির ঘোষণা করেন তিনি। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘সেবাশ্রয়’। 

এই পরিষেবার মাধ‌্যমে ডায়মন্ডহারবারের সাত বিধানসভায় হবে স্বাস্থ্য শিবির। প্রতিটি বিধানসভায় ১০ দিন করে শিবির করার পরিকল্পনা হয়েছে। দশ দিনের মধ্যে সাতদিন শিবির পরিচালনায় থাকবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা। একেক দিন বিধানসভাভিত্তিক ৪০টি শিবির করার পরিকল্পনা রয়েছে। পরের তিনদিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকবেন। ‘চলমান-হাসপাতাল’-এর মাধ্যমে স্বাস্থ‌্য পরিষেবা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজিও করা যাবে শিবিরে। রক্তের হিমোগ্লোবিন পরীক্ষার সঙ্গে ডেঙ্গি পরীক্ষারও সুবিধা মিলবে। 

রোগ ধরা পড়লে তৎক্ষণাৎ তা নির্ণয়ও করা হবে। শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাই নয়। বিনামূল্যে ওষুধও দেওয়া হবে শিবির থেকেই। তার জন‌্য অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন করতে হবে। তারপর মিলবে রিয়েল টাইম আপডেট। তার জন‌্য জরুরি হেল্প ডেস্কও থাকবে। এই কর্মসূচি চলবে ৭৫ দিন ধরে। যার জন‌্য আটশোরও বেশি চিকিৎসক যোগ দেবেন শিবিরে। প্রতি শিবিরে অন্তত দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। সঙ্কটজনক রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে রেফারেল সিস্টেমে ১২টি সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হবে।