অমিতাভ যখন ‘সান্তা দাদু’! জলসার সামনে বিগ বি’র ভিডিয়ো ভাইরাল

ক্রিসমাস মানেই সান্তা ক্লজ, অনেক উপহার। আর সেই সঙ্গে অনেক কেক খাওয়া। ক্রিসমাসের এই উপহার যদি প্রিয় নায়কের থেকে পাওয়া যায় তাহলে তো কেল্লাফতে। এদিন যাঁরা যাঁরা মুম্বইয়ের জুহু বিচের সামনে জলসা বাংলোর সামনে দাঁড়িয়েছিলেন তাঁরা প্রত্যেকেই পেয়েছেন দারুণ সব উপহার।

অমিতাভ যখন 'সান্তা দাদু'! জলসার সামনে বিগ বি'র ভিডিয়ো ভাইরাল
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2024 | 7:55 PM

ক্রিসমাস মানেই সান্তা ক্লজ, অনেক উপহার। আর সেই সঙ্গে অনেক কেক খাওয়া। ক্রিসমাসের এই উপহার যদি প্রিয় নায়কের থেকে পাওয়া যায় তাহলে তো কেল্লাফতে। এদিন যাঁরা যাঁরা মুম্বইয়ের জুহু বিচের সামনে জলসা বাংলোর সামনে দাঁড়িয়েছিলেন তাঁরা প্রত্যেকেই পেয়েছেন দারুণ সব উপহার।

এমনিতেই মাসের একটা রবিবার নিজের অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ বচ্চন। তাঁকে একঝলক দেখার জন্য অপেক্ষায় থাকেন বহু মানুষ। অন্যান্য দিনের মতো এ দিনও নিজের অনুরাগীদের সঙ্গে দেখা করার জন্য বাইরে এসেছিলেন তিনি। তবে নায়ক এ দিন যেন হয়ে গিয়েছিলেন সান্তা। দেখা করার সঙ্গে সঙ্গে সকল ভক্তদের ক্রিসমাসের উপহারও দিয়েছিলেন। সেই ভিডিয়োই এ দিন নেটপাড়ায় ভাইরাল।

উল্লেখ্য, গোটা ২০২৪ সাল আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বচ্চন পরিবার। নেপথ্যে ছিল ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের ডিভোর্সের জল্পনা। তবে সেই সব আলোচনাই নস্যাত্‍ করে দেন বিগ বি। নাতনি আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে ঐশ্বর্যর সঙ্গে দেখা গিয়েছিল অভিষেক এবং অমিতাভকে। আরাধ্যার অনুষ্ঠান দেখে খুশিও হয়েছিলেন। নাতনির পারফর্ম দেখে কলম ধরলেন দাদু অমিতাভ। বিগ বি, ঐশ্বর্য, অভিষেক কিংবা দর্শক আসনে বসে থাকা শাহরুখ খানের সামনে অভিনয় করাটা কি চারটিখানি কথা? নিজের ব্লগে আরাধ্যাসহ স্কুলের সকল শিশুদের নিয়ে অমিতাভ বচ্চন লিখলেন, “শিশুরা .. তাদের সারল্যতা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত মা-বাবার সামনে সেরাটা দেওয়ার আকাঙ্ক্ষায়। .. সত্যিই আনন্দের .. এবং যখন তারা হাজার হাজারের সঙ্গে আপনার জন্য পারফর্ম করছে .. এটি সবচেয়ে আনন্দদায়ক অভিজ্ঞতা .. আজ তেমনই একটা দিন ছিল ..শুভ রাত্রি ..”।