‘সেই মানুষটা চলে গেলে…’, সম্পর্কে বিশ্বাস হারিয়ে কী সিদ্ধান্ত নেন দীপিকা?

Relationship: দীপিকারই বিয়ের আগে বেশকিছু সম্পর্ক তৈরি হয়েছিল। তার মধ্যে অন্যতম রণবীর কাপুরের সঙ্গে তাঁর প্রেমপর্ব। অনেক চর্চা হয় সেই সম্পর্ক নিয়ে। যদিও সে বিষয় বিন্দুমাত্র লুকোচুরি করেননি অভিনেত্রী।

'সেই মানুষটা চলে গেলে...', সম্পর্কে বিশ্বাস হারিয়ে কী সিদ্ধান্ত নেন দীপিকা?
Follow Us:
| Updated on: Jan 02, 2025 | 5:22 PM

২০২৪-এর সেপ্টেম্বরে মা হয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০১৮ সালে অভিনেতা রণবীর সিংকে বিয়ে করেন তিনি। বিয়ের বেশকিছু বছর পর তাঁরা সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই দীপিকারই বিয়ের আগে বেশকিছু সম্পর্ক তৈরি হয়েছিল। তার মধ্যে অন্যতম রণবীর কাপুরের সঙ্গে তাঁর প্রেমপর্ব। অনেক চর্চা হয় সেই সম্পর্ক নিয়ে। বলা হয়, রণবীরের সঙ্গে ছাড়াছাড়ির কারণেই নাকি মানসিক অবসাদে ভুগেছিলেন দীপিকা।

সিমি গারেওয়ালের টকশোতে এসে দীপিকা একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তাঁর অনুরাগীদের। তিনি বলেছিলেন, “জীবনে কখনও কোনও মানুষের উপর নির্ভর করবেন না। সেই মানুষটা চলে গেলে আনন্দে থাকার কারণটাও চলে যাবে।” দীপিকা এটাও বলেছিলেন, “জীবনে নিজের আনন্দের দায়িত্ব নিজেকেই নিতে হয়।”

রণবীরের সঙ্গে ব্রেকআপের পরেও তাঁর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন দীপিকা। বলি-অন্দর বলে, কথাবার্তাও নাকি চলে তাঁদের মধ্যে। রণবীরের স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক দীপিকার। এমনটা শোনা যায়, বি-টাউনের সুন্দরী অভিনেত্রী ক্যাটরিনা কাইফের কারণেই নাকি রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল দীপিকার। এমনও শোনা যায়, সেই কারণে নাকি আজ পর্যন্ত ক্যাটরিনার সঙ্গে তিক্ততা বজায় রেখেছেন অভিনেত্রী। ক্যাটরিনাও দীপিকাকে এড়িয়ে চলেন।