‘পরজন্মে গোবিন্দা যেন আমার স্বামী না…’, আলাদা থাকার সিদ্ধান্ত সুনীতার!
বলিউড অভিনেতা গোবিন্দা এবং সুনীতা আহুজার দাম্পত্য নিয়ে জীবন ইন্ডাস্ট্রির অন্দরে হয়েছে। সুনীতার সাম্প্রতিক বক্তব্যে তাঁদের সম্পর্কের গভীরতা এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে নতুন কিছু তথ্য সামনে এনেছে। যদিও তাঁরা আলাদা বাড়িতে থাকেন।
বলিউড অভিনেতা গোবিন্দা এবং সুনীতা আহুজার দাম্পত্য নিয়ে জীবন ইন্ডাস্ট্রির অন্দরে হয়েছে। সুনীতার সাম্প্রতিক বক্তব্যে তাঁদের সম্পর্কের গভীরতা এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে নতুন কিছু তথ্য সামনে এনেছে। যদিও তাঁরা আলাদা বাড়িতে থাকেন। তবে এ কথা জানার পর স্বাভাবিক ভাবেই অনেকে প্রশ্ন করেছিলেন তবে কি তাঁদের মধ্য়ে সবকিছু ঠিক নেই। সুনীতা নিশ্চিত করেছেন যে তাঁদের মধ্যে কোনও সমস্যা নেই। আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের আলাদা রুটিন এবং ব্যক্তিগত পছন্দের কারণে।
গোবিন্দার রোমান্টিক স্বভাব এবং সময়ের অভাব নিয়ে সুনীতার কিছুটা অভিমান প্রকাশ পেয়েছে। তিনি তাঁর সোজাসাপটা ভাবে বলেন, “স্বামীর সঙ্গে সময় কাটানোর সুযোগ তিনি খুব কমই পেয়েছেন। এমনকি তিনি মজা করে বলেছেন, পরের জন্মে যেন গোবিন্দা তাঁর স্বামী না হন।”
গোবিন্দার কেরিয়ারের উত্থান এবং সম্পর্কের জল্পনা নিয়ে সুনীতার চিন্তাভাবনাও বেশ নজরকাড়া। তিনি জানান, কেরিয়ারের শীর্ষে থাকা অবস্থায় তিনি গোবিন্দার প্রতি পুরোপুরি আস্থা রেখেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন এসেছে বলে ইঙ্গিত করেছেন। তাঁদের সন্তানদের ভবিষ্যৎ প্রসঙ্গে সুনীতা জানিয়েছেন, মেয়ে টিনা বলিউডে নিজের ছাপ রাখতে পারেননি, তবে ছেলে যশবর্ধনকে নিয়ে তাঁর অনেক স্বপ্ন। যশ শিগগিরই বলিউডে অভিষেক করবেন বলে আশা করছেন তিনি। ইসব মন্তব্য গোবিন্দা-সুনীতার সম্পর্কের জটিলতা এবং গভীরতাকে নতুনভাবে সামনে এনেছে। তাদের ৩৭ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন, সাফল্য এবং চ্যালেঞ্জগুলি বলিউডে একটি অনুপ্রেরণামূলক অধ্যায়।