Numerology: জন্ম তারিখ বলে দেবে মানিব্যাগে কী রাখলে হবে টাকার বন্যা! দেখে নিন আপনার কী প্রয়োজন?
Numerology: জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই সমস্যার সমাধান হতে পারে সংখ্যাতত্ব দিয়ে। সংখ্যাতত্ব অনুযায়ী জন্মতারিখের সঙ্গে কোনও না কোনও গ্রহের সম্পর্ক থাকে।
আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য না থাকলেই শুরু হয় নানা সমস্যা। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে গ্রহের অবস্থানের কারণে এই ধরনের সমস্যা তৈরি হয়। অপ্রয়োজীয় খরচ বৃদ্ধি পাওয়ার ফলে মাসের শেষে গিয়ে সমস্যায় পড়তে হয় অনেককেই।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই সমস্যার সমাধান হতে পারে সংখ্যাতত্ব দিয়ে। সংখ্যাতত্ব অনুযায়ী জন্মতারিখের সঙ্গে কোনও না কোনও গ্রহের সম্পর্ক থাকে। জন্মতারিখ অনুযায়ী নির্দিষ্ট গ্রহ সক্রিয় করতে সামান্য একটা কাজ করলেই সমস্যা কিছুটা লাঘব হয়, মুক্তিও পেতে পারেন।
১। জন্মতারিখ ১, ১০, ১৯, ২৮ হলে টাকা রাখার স্থানে তামার পয়সা বা ছোট তামার টুকরো বা তামার তার রাখুন।
এই খবরটিও পড়ুন
২। জন্মতারিখ ২, ১১, ২০, ২৯ হলে টাকা রাখার স্থানে রূপোর পয়সা বা রূপোর ছোট টুকরো রাখুন।
৩। জন্মতারিখ ৬, ১৫,২৪ টাকা রাখার স্থানে সাদা কাপড়ে আতর মাখিয়ে রাখুন বা শ্বেত চন্দন কাঠের টুকরো রাখুন বা শ্বেত চন্দনের গুঁড়ো রাখুন।
৪। জন্মতারিখ ৭, ১৬, ২৫ হলে টাকা রাখার স্থানে স্টিলের টুকরো বা ছোট ছুরি বা ব্লেডের টুকরো রাখুন।
৫। জন্মতারিখ ৮, ১৭,২৬ টাকা রাখার স্থানে নীল কাপড়ের টুকরো বা ছোট লোহার টুকরো বা লোহার ছোট একটি বল রাখুন।
৬। জন্মতারিখ ৩, ১২, ২১, ৩০ হলে টাকা রাখার স্থানে হলুদের টুকরো বা সামান্য কেশর রাখুন।
৭। জন্মতারিখ ৪, ১৩, ২২, ৩১ হলে টাকা রাখার স্থানে একটি বিদেশি টাকা রাখুন।
৮। জন্মতারিখ ৯, ১৮, ২৭ টাকা রাখার স্থানে লাল কাপড়ের টুকরো বা সামান্য লাল রং বা কোনও স্বচ্ছ জিনিসের ভিতর সিঁদুর রাখুন।
৯। জন্মতারিখ ৫, ১৪, ২৩ হলে টাকা রাখার স্থানে সবুজ কাপড়ের টুকরো বা পাঁচটি সবুজ এলাচ রাখুন।