Prashant Kishor: হাত ধরে টানাটানি, প্রশান্ত কিশোরকে গ্রেফতার করল পুলিশ! ভোরবেলায় হুলুস্থূল কাণ্ড

Hunger Strike: বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেছেন প্রশান্ত কিশোর। পটনার গান্ধী ময়দানে চলছিল তাঁর অনশন কর্মসূচি। সেখান থেকেই আজ, সোমবার ভোরে পুলিশ তাঁকে জোর করে তুলে নিয়ে যায়।

Prashant Kishor: হাত ধরে টানাটানি, প্রশান্ত কিশোরকে গ্রেফতার করল পুলিশ! ভোরবেলায় হুলুস্থূল কাণ্ড
আটক প্রশান্ত কিশোর।Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Jan 06, 2025 | 9:16 AM

পটনা: পুলিশের হাতে আটক প্রশান্ত কিশোর। ভোরবেলা তাঁকে জোর করে তুলে নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। হঠাৎ কী হল? কেনই বা প্রশান্ত কিশোরকে আটক করল পুলিশ?

ভোটকুশলী থেকে ফের রাজনীতিতে কামব্যাক করেছেন প্রশান্ত কিশোর। তৈরি করেছেন নিজের রাজনৈতিক দল জন সূরজ পার্টি। আপাতত বিহারে চর্চা পিকে-কে নিয়েই। বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেছেন প্রশান্ত কিশোর। পটনার গান্ধী ময়দানে চলছিল তাঁর অনশন কর্মসূচি। সেখান থেকেই আজ, সোমবার ভোরে পুলিশ তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, প্রশান্ত কিশোরকে অ্যাম্বুল্যান্সে করে পটনার এইমসে নিয়ে যাওয়া হয়েছে। কেন এভাবে পিকে-কে জোর করে তুলে নিয়ে যাওয়া হল, তা জানা যায়নি। ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, প্রবল বিক্ষোভ ও বন্দে মাতরম স্লোগানের মাঝেই প্রশান্ত কিশোরকে জোর করে নিয়ে যাচ্ছে পুলিশ।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হলে, প্রশান্ত কিশোর সহ ১৫০ জনের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের হয়েছিল। জেলা প্রশাসনের তরফেই এই এফআইআর করা হয়েছিল।

গত ২ জানুয়ারি থেকে প্রশান্ত কিশোর পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশনে বসেন। এদিকে, শনিবারই অর্থাৎ ৪ জানুয়ারি ২২টি সেন্টারে নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়া হয়। তারপরও অনশন চালিয়ে যাচ্ছিলেন প্রশান্ত কিশোর।