Microsoft: ভারতে বিনিয়োগের বড় পরিকল্পনা মাইক্রোসফটের, জানালেন প্রধানমন্ত্রী
Microsoft: কয়েকদিন আগে হায়দরাবাদে তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করেন সত্য নাদেলা। তারপর মোদীর সঙ্গে এই সাক্ষাৎ। রেবন্ত রেড্ডি এক্স মাধ্যমে করা তাঁর পোস্টে দাবি করেছেন, বিভিন্ন উদ্যোগে রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে মাইক্রোসফট।
নয়া দিল্লি: মাইক্রোসফট কর্তা সত্য নাদেলার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রযুক্তির বিভিন্ন দিক থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সহ নানা উদ্ভাবন নিয়ে আলোচনা হল সেই সাক্ষাতে। ভারতে এআই-এর ব্যবহার আরও বাড়ানো যায় কীভাবে, সেই বিষয়ে কথা বলেছেন মাইক্রোসফটের সিইও। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, প্রত্যেক ভারতীয় কীভাবে আরও বেশি করে এআই থেকে সুবিধা পেতে পারেন, তা নিয়েও কথা হয়েছে।
অন্যদিকে, মাইক্রোসফট ভারতে বিনিয়োগের যে পরিকল্পনা করেছে, তা জেনে খুশি প্রধানমন্ত্রী। তিনিও সত্য নাদেলার পোস্টে উত্তর দিয়ে লিখেছেন, “ভারতে বিনিয়োগের ক্ষেত্রে মাইক্রোসফটের যে বিশেষ লক্ষ্য আছে, তা জেনে আমি খুশি।”
কয়েকদিন আগে হায়দরাবাদে তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করেন সত্য নাদেলা। তারপর মোদীর সঙ্গে এই সাক্ষাৎ। রেবন্ত রেড্ডি এক্স মাধ্যমে করা তাঁর পোস্টে দাবি করেছেন, বিভিন্ন উদ্যোগে রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে মাইক্রোসফট। উল্লেখ্য, হায়দরাবাদে মাইক্রোসফটে কাজ করেন অন্তত ১০,০০০ কর্মী। হায়দরাবাদে ৬০০ মেগাওয়াটের ডেটা সেন্টারেও বিনিয়োগ করে ওই সংস্থা।
It was indeed a delight to meet you, @satyanadella! Glad to know about Microsoft’s ambitious expansion and investment plans in India. It was also wonderful discussing various aspects of tech, innovation and AI in our meeting. https://t.co/ArK8DJYBhK
— Narendra Modi (@narendramodi) January 6, 2025