Nandigram: স্ত্রীকে খুনের অভিযোগে ধৃত স্বামী, বাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা
Nandigram: মৃত মহিলার বাপেরবাড়ির করা অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই নন্দীগ্রাম থানার পুলিশ মৃত মহিলার স্বামী জয়ন্ত দাসকে তমলুকের নিমতৌড়ি এলাকা থেকে গ্রেফতার করে।
নন্দীগ্রাম: স্ত্রীকে খুনের অভিযোগ। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এবার অভিযুক্তের বাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা। রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে।
শনিবার নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি জলাশয়ে অজ্ঞাতপরিচয় এক মহিলার মৃতদেহ দেখতে পাওয়া যায়। মৃতদে উদ্ধার করে নন্দীগ্রাম থানার পুলিশ। পরে জানা যায়, মৃত মহিলার নাম পূর্ণিমা দাস মাইতি। মহিলার স্বামীর বাড়ি নন্দীগ্রামে হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীগৌরীতে। এবং বাপের বাড়ি নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ঘোলপুকুরিয়া গ্রামে।
মৃতদেহ শনাক্তের জন্য মহিলার বাপেরবাড়ির লোকজনদের খবর দেওয়া হয়। মহিলার বাপেরবাড়ির লোকজনেরা এসে মৃতদেহ শনাক্ত করেন এবং নন্দীগ্রাম থানায় খুনের অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। মহিলার বাপেরবাড়ির করা অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই নন্দীগ্রাম থানার পুলিশ মৃত মহিলার স্বামী জয়ন্ত দাসকে তমলুকের নিমতৌড়ি এলাকা থেকে গ্রেফতার করে।
এই খবরটিও পড়ুন
অভিযুক্তকে এদিন হলদিয়া আদালতে পেশ করে নন্দীগ্রাম থানার পুলিশ। এই ঘটনা জানাজানি হতেই এদিন বিকেলে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় মহিলার জয়ন্ত দাসের বাড়িতে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মৃত মহিলার শ্বশুরবাড়ির বাকি সদস্যরা পলাতক।