Vaastu Tips: রান্না ঘরে সারা রাত এঁটো বাসন ফেলে রাখেন? তলে তলে কী হচ্ছে জানেন?

Vaastu Tips: বাস্তু শাস্ত্র কিন্তু বলছে আমরা নিজেদের অজান্তেই এমন কিছু ভুল করে বসি যার মাশুল গুনতে হয় আমাদেরই।

Vaastu Tips: রান্না ঘরে সারা রাত এঁটো বাসন ফেলে রাখেন? তলে তলে কী হচ্ছে জানেন?
Follow Us:
| Updated on: Jan 03, 2025 | 4:11 PM

এঁটো বাসন সব সময় সঙ্গে সঙ্গে মাজার সময় হয় না, তাই অনেকেই সেটিকে দীর্ঘক্ষণ রান্নাঘরে ফেলে রেখে দেয় অনেকেই। আবার অনেকের বাসন মাজার জন্য একজন পরিচারিকা থাকেন, তিনি যখন আসেন, তখন বাসন মাজা হয়। তবে এই অভ্যাস কী আদৌ ভাল?

বাস্তু শাস্ত্র কিন্তু বলছে আমরা নিজেদের অজান্তেই এমন কিছু ভুল করে বসি যার মাশুল গুনতে হয় আমাদেরই। অর্থ সমস্যা, পারিবারিক কলহ, সন্তানদের জীবনে বাঁধা থেকে দাম্পত্য কলহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। জানেন রান্না ঘরের করা কোন সাধারণ ভুলের জন্য অতিষ্ট হয়ে উঠতে পারে আপনাদের জীবন?

১। রান্নাঘরে এঁটো বাসন বেশি সময় ধরে রেখে দেওয়াটা একদম উচিত নয়। বিশেষ করে সূর্য ডোবার একদম এঁটো বাসন রাখা উচিত নয়। সব পরিষ্কার করে মেজে তারপরেই ঘুমোতে যাওয়া প্রয়োজন।

২। রান্না ঘরে ভাঙা জিনিস রাখতে নেই। ভাঙা কৌটো, বাসনপত্র রান্না ঘরে রাখা মানা। সে সব জিনিস যত দ্রুত সম্ভব ফেলে দিন। এতে বাস্তু দোষ তৈরি হতে পারে।

৩। রান্নাঘরে যেন কোনও ভাবেই ওষুধ না থাকে সেটাও দেখতে হবে। কাজের সময় সুবিধার জন্য বাড়ির মহিলারা অনেক সময় ওষুধ নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে দেন। এই বিষয়টি কিন্তু একদম উচিত নয়। এতে বাস্তুদোষ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে।

৪। রান্নাঘরের ডাস্টবিন সব সময় ঢাকনা-যুক্ত রাখতে হবে। ডাস্টবিন যেন খোলা অবস্থায় কখনওই না থাকে, এটাও বাস্তুদোষ সৃষ্টির একটা বড় কারণ।

৫। রান্নাঘরে কখনও যেন নুন এবং চিনি একেবারে শেষ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একেবারে শেষ হওয়ার আগেই তা কিনে আনতে হবে।