Ranaghat Court: বাংলাদেশ থেকে নাবালিকাকে এনে পাচারের ছক, ৩ জনকে কঠিন সাজা দিল কোর্ট
Nadia: জানা গিয়েছে, ২০২১ সালের অক্টোবর মাসে এক বাংলাদেশি নাবালিকাকে দত্তপুলিয়া সীমান্ত থেকে অনুপ্রবেশ করার সময় আটক করে বিএসএফ। পরে ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পারে তাকে ভারতে নাচের অনুষ্ঠানে অনুষ্ঠান করানোর নামে প্রলোভন দেখিয়ে বিক্রির উদ্দেশ্যে আনা হয় এখানে।
রানাঘাট: বাংলাদেশি এক নাবালিকাকে বেআইনি অনুপ্রবেশ করিয়ে তাকে পাচারের অভিযোগ উঠেছিল। পরে বিএসএফ আধিকারিকদের চেষ্টায় উদ্ধার হয় নাবালিকা। সেই ঘটনায় এবার তিনজনকে দোষী সাব্যস্ত করল আদালত। অভিযুক্তদের যাবজ্জীবনের সাজা ঘোষণা করা হয়েছে।
জানা গিয়েছে, ২০২১ সালের অক্টোবর মাসে এক বাংলাদেশি নাবালিকাকে দত্তপুলিয়া সীমান্ত থেকে অনুপ্রবেশ কারনোর চেষ্টা চলছিল। সেই সময় আটক করে বিএসএফ। পরে ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ। তখন জানা যায়, তাকে ভারতে নাচের অনুষ্ঠানে অনুষ্ঠান করানোর নামে প্রলোভন দেখানো হয়। এরপর বিক্রির ছক কষা হয়। বাংলাদেশের বাসিন্দা এক ব্যক্তির সাহায্যে ওই নাবালিকাকে ভারতে এনেছিল এক মহিলা ও দুই ব্যক্তি। পরে বিএসএফ ধানতলা পুলিশের হাতে ওই নাবালিকাকে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করলেও পলাতক ছিল অভিযুক্ত মহিলা।
পরে সিআইডি ঘটনার তদন্ত ভার নেয়। মুম্বই থেকে অভিযুক্ত পলাতক মহিলাকে গ্রেফতার করে। সেই ঘটনায় মামলা চলছিল রানাঘাট ফাস্ট ট্রাক কোর্টে। বিভিন্ন সাক্ষী ও প্রমাণ দেখে শুক্রবার ওই মহিলা ও দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে আদালত। আর শনিবার ধৃতদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন রানাঘাট ফাস্টট্রাক আদালতের বিচারক মনোদীপ দাসগুপ্ত।