Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways: অনেকদিন ধরে অপেক্ষায় বারুইপুর-ডায়মন্ড হারবার শাখার যাত্রীরা, অবশেষে সুখবরটা শুনিয়েই দিল রেল

Railways: এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন ট্র্যাকশন পাওয়ার বিতরণ নেটওয়ার্কের অতিরিক্ত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং বিশেষ করে বারুইপুর-ডায়মন্ড হারবার (BRP-DH) শাখায় কম ওভারহেড ইকুইপমেন্ট (OHE) ভোল্টেজের সমস্যাগুলি কার্যকরভাবে সমাধান করবে।

Railways: অনেকদিন ধরে অপেক্ষায় বারুইপুর-ডায়মন্ড হারবার শাখার যাত্রীরা, অবশেষে সুখবরটা শুনিয়েই দিল রেল
যাত্রীদের জন্য সুখবর।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2025 | 7:46 AM

কলকাতা: ঝক্কি শেষ। ট্রেনে যাতায়াতের সময় আর সমস্যায় পড়তে হবে না। বিশেষ করে বারুইপুর-ডায়মন্ড হারবার শাখার যাত্রীদের জন্য বড় খবর দিল রেলওয়ে। গত ২ এপ্রিল থেকে শিয়ালদহ বিভাগের নবনির্মিত হোটর স্টেশনে সফলভাবে চালু হল ট্রাকশন সাবস্টেশন (TSS)। ভাবছেন এতে যাত্রীরা কীভাবে উপকৃত হল? ট্র্যাকশন পাওয়ার বিতরণের কার্যকারিতা বৃদ্ধি পাওয়ায় ওভারহেডে ভোল্টেজ সমস্যা হবে না। ট্রেন দেরি বা দাঁড়িয়ে পড়ার সমস্যাও হবে না।

শিয়ালদহ সাউথ সাবার্বান সেকশনে (South suburban section) ট্র্যাকশন পাওয়ার বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও কার্যকারিতা বৃদ্ধির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন হল। ২ এপ্রিল থেকে শিয়ালদহ বিভাগের নবনির্মিত হোটর স্টেশনে ট্রাকশন সাবস্টেশন (TSS) সফলভাবে চালু করা হয়েছে। রেলওয়ে কর্মকর্তাদের যৌথ মিটার পরীক্ষণ ও যৌথ পরিমাপের পর পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিবহণ সংস্থা লিমিটেড (WBSETCL) এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা লিমিটেড (WBSEDCL)-এর প্রতিনিধিদের সহযোগিতায় এই প্রকল্প সম্পন্ন হয়েছে।

এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন ট্র্যাকশন পাওয়ার বিতরণ নেটওয়ার্কের অতিরিক্ত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং বিশেষ করে বারুইপুর-ডায়মন্ড হারবার (BRP-DH) শাখায় কম ওভারহেড ইকুইপমেন্ট (OHE) ভোল্টেজের সমস্যাগুলি কার্যকরভাবে সমাধান করবে।

নিজস্ব চিত্র। TV9 বাংলা।

পরিকল্পিত অপারেশনাল কৌশল অনুযায়ী, হোটর/TSS মূলত বারুইপুর-ডায়মন্ড হারবার শাখায় ট্র্যাকশন পাওয়ার সরবরাহ করবে। তবে, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে এই সাবস্টেশনের বিদ্যুৎ সরবরাহ লক্ষ্মীকান্তপুর/TSS এবং সোনারপুর/FP অঞ্চলে নির্বিঘ্নে সম্প্রসারিত করা সম্ভব হবে।

এই কৌশলগত নমনীয়তা ২৫ কেভি OHE পাওয়ার বিতরণ ব্যবস্থার সামগ্রিক নির্ভরযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে, যার ফলে ট্রেন চলাচলের জন্য একটি স্থিতিশীল এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাবে।

এছাড়া হোটর/TSS চালু হওয়ার ফলে ডায়মন্ড হারবার (DH) শাখায় কম OHE ভোল্টেজের সমস্যা মিটবে, যার ফলে ট্রেনের সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে এবং অপারেশনাল ব্যাঘাত কমবে। অর্থাৎ সঠিক সময়েই চলবে ট্রেন।

শিয়ালদহ বিভাগের WBSETCL এবং WBSEDCL-এর সহযোগিতায় কোটি কোটি যাত্রীর সুবিধার্থে এই নির্ভরযোগ্য ও কার্যকরী বিদ্যুৎ পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।