AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, Abhishek Sharma: ব্যাটিং তাণ্ডব, আইপিএলে প্রথম সেঞ্চুরি করেই স্পেশাল সেলিব্রেশন অভিষেক শর্মার

Abhishek Sharma Maiden IPL Century: টপ অর্ডার ব্যর্থ হতেই চাপ বাড়ে টিমেও। মরসুমের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ঈশান কিষাণ। এ বার সেঞ্চুরি অভিষেক শর্মার। মরসুমের তিনটির মধ্যে দুটি সেঞ্চুরিই এল সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারের থেকে।

IPL 2025, Abhishek Sharma: ব্যাটিং তাণ্ডব, আইপিএলে প্রথম সেঞ্চুরি করেই স্পেশাল সেলিব্রেশন অভিষেক শর্মার
Image Credit: ScreenGrab/Star Sports
| Updated on: Apr 12, 2025 | 11:16 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে ব্যাটিং তাণ্ডব দেখিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা বিধ্বংসী সব ইনিংস খেলেছেন। সানরাইজার্স রানার্স হয়েছিল। তবে রূপকথার আইপিএল হয়েছিল তাদের জন্য। এ মরসুমের শুরুতেই ব্যাটং তাণ্ডব দেখা যায়। এরপরই পরপর ফ্লপ। টপ অর্ডার ব্যর্থ হতেই চাপ বাড়ে টিমেও। মরসুমের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ঈশান কিষাণ। এ বার সেঞ্চুরি অভিষেক শর্মার। মরসুমের তিনটির মধ্যে দুটি সেঞ্চুরিই এল সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারের থেকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিধ্বংসী সব ইনিংস খেললেও সেঞ্চুরি ছিল না। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতেই সেঞ্চুরি করেছিলেন। আইপিএলে তাঁর সর্বাধিক স্কোর ছিল অপরাজিত ৮৭। অবশেষে সেই আক্ষেপ পূরণ হল। তাও আবার রেকর্ড রান তাড়ায়। শেষ অবধি ৫৫ বলে ১৪১ রানে থামে তাঁর ইনিংস। এ মরসুমে খুবই খারাপ ফর্মে ছিলেন। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন।

পঞ্জাবের ছেলে অভিষেক। সেই প্রতিপক্ষর বিরুদ্ধেই তাণ্ডব। ৪০ বলে সেঞ্চুরি পূর্ণ হতেই পকেট থেকে একটি কাগজ বের করেন অভিষেক। ক্যামেরার সামনে তা তুলে ধরেন। সাদা কাগজে অরেঞ্জ আর্মির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিষেক। মরসুমের শুরু থেকে তাঁর ব্যর্থতাতেও সমর্থকরা পাশে ছিলেন। সে কারণেই এই সেলিব্রেশন। ৫৫ বলে ১৪১ রানের ইনিংসে ১৪টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারি! অবিশ্বাস্য হলেও সত্য়ি।