Ghibli-তে মেতে, এদিকে ChatGPT বানিয়ে দিচ্ছে আপনার নকল আধার-প্যান কার্ডও! সাবধান, বিনা দোষেই জেল পর্যন্ত হতে পারে…
ChatGPT: ওপেনএআই(OpenAI)-র তৈরি চ্যাটজিপিটি যখন আত্মপ্রকাশ করেছিল, সেই সময় থেকেই ব্যবহারকারীর গোপনীয়তা বা প্রাইভেসি নিয়ে প্রশ্ন উঠেছিল। আবার কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে যেভাবে নির্ভুল এবং অত্য়ন্ত বিশ্বাসযোগ্য ছবি বা লেখনী পাওয়া যাচ্ছে, তা নিয়েও উদ্বেগে অনেকে।

নয়া দিল্লি: জিবলির জ্বরে আক্রান্ত আট থেকে আশি। সবাই চ্যাটজিপিটি-কে দিয়ে নিজের ছবির অ্যানিমে ভার্সন তৈরি করাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এই যে চ্যাটজিপিটির ক্ষমতা নিয়ে এত মাতামাতি, সেখানে অলক্ষেই কত বড় বিপদ ডেকে আনা হচ্ছে, সে বিষয়ে কারোর হুঁশই নেই। চ্যাটজিপিটির জন্য আপনার নামে হতে পারে মামলা, যেতে হতে পারে জেল! ভাবছেন কীভাবে? কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে এখন নকল আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে ফেলা যাচ্ছে কয়েক সেকেন্ডে। আরও ভয়ের বিষয়, চ্যাটজিপিটির তৈরি এই নকল আধার বা প্যান কার্ড হুবহু আসল কার্ডের মতোই দেখতে। আপাতচোখে আসল-নকলের কোনও ফারাকই খুঁজে পাবেন না। ‘
ওপেনএআই(OpenAI)-র তৈরি চ্যাটজিপিটি যখন আত্মপ্রকাশ করেছিল, সেই সময় থেকেই ব্যবহারকারীর গোপনীয়তা বা প্রাইভেসি নিয়ে প্রশ্ন উঠেছিল। আবার কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে যেভাবে নির্ভুল এবং অত্য়ন্ত বিশ্বাসযোগ্য ছবি বা লেখনী পাওয়া যাচ্ছে, তা নিয়েও উদ্বেগে অনেকে। যেকোনও দিন এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তাকে হার মানাতে পারে, এই আশঙ্কা অনেকের। তবে এবার যা হচ্ছে, তাতে ঘুম উড়বে সকলের।
কোনও পরিচয়পত্র হুবহু নকল করা অত্যন্ত কঠিন। প্রতারকদেরও অনেক কাঠখড় পোড়াতে হয় বিশ্বাসযোগ্য নকল পরিচয়পত্র তৈরি করতে। সেখানেই চ্যাটজিপিটির নতুন ভার্সন, জিপিটি-৪ হুবহু আসল দেখতে পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে কয়েক সেকেন্ডে। শুধু তাকে কম্যান্ড দিতে হচ্ছে যে নির্দিষ্ট এই ব্যক্তির ছবি ব্যবহার করে, এই ঠিকানায় আধার কার্ড তৈরি করে দাও। বলা মাত্রই তা তৈরি করে দিচ্ছে জিপিটি-৪। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চ্যাটজিপিটির তৈরি এই নকল আধার কার্ড, প্যান কার্ড।
I asked AI to generate an Aadhaar card with just a name, DOB, and address ..and it created a near-perfect replica. So now anybody can make fake replica of Aadhar and Pan card… We keep talking about data privacy, but who’s selling these Aadhaar and Pancard datasets to AI… pic.twitter.com/0ugSiLuuqy
— Piku (@RisingPiku) April 4, 2025
চ্যাটজিপিটির এই কীর্তি দেখে ব্যবহারকারীরাও বলছেন, চ্যাটজিপিটি যেভাবে সহজে নকল আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে দিচ্ছে, তাতে নিরাপত্তায় বড় ঝুঁকি তৈরি হবে। এই কারণেই এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সাবধানতার সঙ্গে ব্যবহার করা উচিত।





