Ruturaj Gaikwad: ফুটবলে মজে ঋতুরাজ, ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজ়েনদের প্রশ্ন, ‘জোর করে বসানো হল ঋতুকে?’
CSK, IPL 2025: চিপকে আজ শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচ। এই ম্যাচেই সিএসকের ব্যাটন ফের মহেন্দ্র সিং ধোনির হাতে।

কলকাতা: ইয়েলোব্রিগেডের ক্যাপ্টেন্সির ব্যাটন ফের মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হাতে। চোটের কারণে চলতি মরসুমের আইপিএল (IPL) থেকে ছিটকে গিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। বৃহস্পতিবার সিএসকে শিবিরের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এক ভিডিয়ো বার্তায় ঋতুরাজ জানান, এক তরুণ উইকেটকিপার দলের হয়ে নেতৃত্ব দেবেন। কনুইয়ের চোটের কারণে ১৮তম আইপিএলের বাকি থাকা অংশে ঋতুর খেলা হবে না। এই পরিস্থিতিতে ঋতুর ফুটবল খেলার এক ভিডিয়ো নেটদুনিয়ায় ঘুরছে। যা দেখে নেটিজ়েনদের প্রশ্ন, ‘তা হলে কি জোর করে বসানো হল ঋতুরাজকে?’
Injured Ruturaj gaikwad playing football currently. pic.twitter.com/dNJgQ7Dn4S
— Juylov Vladislav (@juylov_vlad) April 10, 2025
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ ফুটবল খেলছিলেন। সেই ভিডিয়োর ক্যাপশনে এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘জোর করে ঋতুরাজকে বসানো হল?’।
Forcefully dropped?
— Only Option – Trader (@WithOnlyOption) April 10, 2025
আর এক এক্স ব্যবহারকারীর কমেন্ট, ‘জাডেজা যখন অধিনায়ক ছিলেন, সেই সময় তাঁকে যেভাবে সরানো হয়েছিল, ঋতুরাজের সঙ্গেও সেটা করা হয়েছে।’
Ruturaj is dropped the same way Jadeja dropped when he was captain…
— Alone (@yoursmahadev) April 11, 2025
ঋতুরাজের ফুটবল খেলার যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে আবার অপর একজনের কমেন্ট, ‘ভাই ওর তো হাতে চোট, পায়ে নয়।’
Bhai uske hath me chot hao pair me nahi
— dharam (@rekhraj_pareek) April 11, 2025
উল্লেখ্য, বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং বলেছিলেন, ‘ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্ত হিসেবে আপাতত স্কোয়াডে বেশ কয়েকটা বিকল্প রয়েছে। তবে কাকে খেলানো হবে, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর ধোনি নেতৃত্ব নেওয়ার জন্য প্রস্তুত। যা পরিস্থিতি, তার সবটাই ও জানে।’
