Kalyani: শনি মন্দিরের পাশেই ঘুরছিল ওরা, পুলিশ এসে যা জানল তাতে চমকে গেল…
Kalyani: জানা গিয়েছে, কল্যাণী থানার অন্তর্গত মুরাতিপুরে সুধীর শীলের বাড়িতে ভাড়া থাকতেন ওই দুই বাংলাদেশি। শনিবার অনুকূল মোড় এলাকার শনি মন্দিরের আশপাশ থেকে ওই দুই বাংলাদেশিকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। রবিবার তাদের পাঠানো হয় কল্যাণী মহকুমা আদালতে।
কল্যাণী: শনিবারের পর ফের গ্রেফতার বাংলাদেশি। গতকাল কলকাতা থেকে গ্রেফতার হয়েছিলেন এক বাংলাদেশি মহিলা। এবার গ্রেফতার আরও দুই বাংলাদেশি। অভিযুক্তদের মধ্য়ে একজনের নাম প্রণয় জয়ধর (১৮)। অন্য়জন মহম্মদ সোহাগ মির (২৩)। দু’জনই বাংলাদেশের মাদারিপুরের বাসিন্দা।
জানা গিয়েছে, কল্যাণী থানার অন্তর্গত মুরাতিপুরে সুধীর শীলের বাড়িতে ভাড়া থাকতেন ওই দুই বাংলাদেশি। শনিবার অনুকূল মোড় এলাকার শনি মন্দিরের আশপাশ থেকে ওই দুই বাংলাদেশিকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। রবিবার তাদের পাঠানো হয় কল্যাণী মহকুমা আদালতে।
পুলিশ সূত্রে খবর, মহম্মদ সোহাগ মীর গত চার মাস আগে একইভাবে বসিরহাট থানায় গ্রেফতার হয়েছিলেন। জেল থেকে জামিনে ছাড়া পান তিনি। এরপর সাম্প্রতিক সময়ে কাশ্মীরে ছিলেন সোহাগ। সেখান থেকে কল্যাণীতে এসেছিলেন। সেখানেই একটি ভাড়া বাড়িতে নিয়ে ছিলেন। কল্যাণীতে আসার পর শনিবার পুলিশের হাতে ধরা পড়েন। পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে কোনও কোনও পাসপোর্ট বা ভারতীয় কোনও কাগজপত্র তাঁরা পাননি উদ্ধার করতে। চোরাপথেই তাঁরা এদেশে পাড়ি দিয়েছে। অভিযুক্তরা কেন বাংলাদেশ থেকে এদেশে পাড়ি দিচ্ছেন? কার হাত ধরে আসছেন? কী তাদের আসল উদ্দেশ্য? তা সবটাই জানার চেষ্টা করছে কল্যাণী থানার পুলিশ।