Yuzuvendra Chahal-Dhanasree Verma: হাওয়ায় বিচ্ছেদের গুঞ্জন, রূপে তো ছক্কা হাঁকান ধনশ্রী, সম্পত্তিতেও কি যুজবেন্দ্রকে টেক্কা দেন?

Yuzuvendra Chahal-Dhanasree Verma Divorce Rumours: ২০২৪ সালেই চাহাল আইপিএলে খেলে ৬.৫ কোটি টাকা আয় করেছিলেন। ২০২৫ সালে পঞ্জাব কিং তাঁকে ১৮ কোটি টাকায় কিনেছে। এছাড়া বিসিসিআই-র চুক্তি অনুযায়ীও বার্ষিক ১ কোটি টাকা পান।

| Updated on: Jan 05, 2025 | 5:49 AM
জল্পনা আগেও শোনা গিয়েছিল। ২০২৫ সালের শুরুতে আবার বিচ্ছেদের গুঞ্জন। শোনা যাচ্ছে, ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার সম্পর্কে ভাঙন ধরেছে।

জল্পনা আগেও শোনা গিয়েছিল। ২০২৫ সালের শুরুতে আবার বিচ্ছেদের গুঞ্জন। শোনা যাচ্ছে, ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার সম্পর্কে ভাঙন ধরেছে।

1 / 11
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, এই যুগলের মধ্যে অল ইজ নট ওয়েল। যারা একসময় প্রতিদিন ফেসবুক-ইন্সটাগ্রামে রিলস বানাতেন, তাঁরা একে-অপরকে আনফলো করে দিয়েছেন। ডিলিট করে দিয়েছেন নিজেদের একসঙ্গে তোলা ছবিও।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, এই যুগলের মধ্যে অল ইজ নট ওয়েল। যারা একসময় প্রতিদিন ফেসবুক-ইন্সটাগ্রামে রিলস বানাতেন, তাঁরা একে-অপরকে আনফলো করে দিয়েছেন। ডিলিট করে দিয়েছেন নিজেদের একসঙ্গে তোলা ছবিও।

2 / 11
এর আগেও একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। ধনশ্রীর সঙ্গে শ্রেয়স আইয়ারের নামও জড়িয়েছিল। যদিও পরে তারা এটিকে গুজব বলেই উড়িয়ে দেন।

এর আগেও একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। ধনশ্রীর সঙ্গে শ্রেয়স আইয়ারের নামও জড়িয়েছিল। যদিও পরে তারা এটিকে গুজব বলেই উড়িয়ে দেন।

3 / 11
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই যে প্রশ্নটা উঠছে, তা হল যুজবেন্দ্র নাকি ধনশ্রী, কে বেশি ধনী?

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই যে প্রশ্নটা উঠছে, তা হল যুজবেন্দ্র নাকি ধনশ্রী, কে বেশি ধনী?

4 / 11
জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম স্টার প্লেয়ার যুজবেন্দ্র চাহালের মোট সম্পত্তির পরিমাণ ৪৫ কোটি টাকা।

জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম স্টার প্লেয়ার যুজবেন্দ্র চাহালের মোট সম্পত্তির পরিমাণ ৪৫ কোটি টাকা।

5 / 11
ভারতীয় ক্রিকেট টিমে খেলা ছাড়াও একাধিক আয়ের উৎস রয়েছে চাহালের। বিগত কয়েক বছর আইপিএলে সর্বোচ্চ আয় করা ক্রিকেটারদের মধ্যে একজন চাহাল।

ভারতীয় ক্রিকেট টিমে খেলা ছাড়াও একাধিক আয়ের উৎস রয়েছে চাহালের। বিগত কয়েক বছর আইপিএলে সর্বোচ্চ আয় করা ক্রিকেটারদের মধ্যে একজন চাহাল।

6 / 11
২০২৪ সালেই চাহাল আইপিএলে খেলে ৬.৫ কোটি টাকা আয় করেছিলেন। ২০২৫ সালে পঞ্জাব কিং তাঁকে ১৮ কোটি টাকায় কিনেছে। এছাড়া বিসিসিআই-র চুক্তি অনুযায়ীও বার্ষিক ১ কোটি টাকা পান।

২০২৪ সালেই চাহাল আইপিএলে খেলে ৬.৫ কোটি টাকা আয় করেছিলেন। ২০২৫ সালে পঞ্জাব কিং তাঁকে ১৮ কোটি টাকায় কিনেছে। এছাড়া বিসিসিআই-র চুক্তি অনুযায়ীও বার্ষিক ১ কোটি টাকা পান।

7 / 11
চাহাল একাধিক বিজ্ঞাপনও করেন। প্লেয়িং ১১, অ্যাকুভিউ, নাইকি সহ একাধিক বিজ্ঞাপন করেন। সেখান থেকেও কোটি কোটি টাকা আয় হয় চাহালের।

চাহাল একাধিক বিজ্ঞাপনও করেন। প্লেয়িং ১১, অ্যাকুভিউ, নাইকি সহ একাধিক বিজ্ঞাপন করেন। সেখান থেকেও কোটি কোটি টাকা আয় হয় চাহালের।

8 / 11
তবে এত কিছুর পরও সম্পত্তির হিসাবে যুজবেন্দ্র চাহালের তুলনায় কম ধনী নন তাঁর স্ত্রী ধনশ্রী ভর্মা। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ২৫ কোটি টাকা।

তবে এত কিছুর পরও সম্পত্তির হিসাবে যুজবেন্দ্র চাহালের তুলনায় কম ধনী নন তাঁর স্ত্রী ধনশ্রী ভর্মা। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ২৫ কোটি টাকা।

9 / 11
ধনশ্রীর এত সম্পত্তি কী করে? চাহালের স্ত্রী একাধারে যেমন মডেল, তেমনই কোরিওগ্রাফার ও ইউটিউবার।

ধনশ্রীর এত সম্পত্তি কী করে? চাহালের স্ত্রী একাধারে যেমন মডেল, তেমনই কোরিওগ্রাফার ও ইউটিউবার।

10 / 11
এছাড়া বিভিন্ন ব্রান্ডের সঙ্গে কোলাবরেশন করেও আয় করে ধনশ্রী। একাধিক নাচের প্রজেক্টে কাজ করেছেন ধনশ্রী।

এছাড়া বিভিন্ন ব্রান্ডের সঙ্গে কোলাবরেশন করেও আয় করে ধনশ্রী। একাধিক নাচের প্রজেক্টে কাজ করেছেন ধনশ্রী।

11 / 11
Follow Us: