Lalu Yadav-Nitish Kumar: ইন্ডিয়া জোটে ফিরছেন নীতীশ? লালুর মন্তব্যের জবাবে বিহারের মুখ্যমন্ত্রীর হাসিতে কীসের ইঙ্গিত?
Lalu Yadav-Nitish Kumar: এক সাক্ষাৎকারে লালুপ্রসাদ যাদব বলেন, "নীতীশ কুমারের জন্য আমাদের দরজা খোলা রয়েছে। তাঁরও উচিত নিজের দরজা খুলে দেওয়া। তাহলে দুই প্রান্তের লোক যাতায়াত করতে পারবেন।"
পটনা: ইন্ডিয়া জোটের অন্যতম উদ্যোগী ছিলেন তিনি। কিন্তু, ২০২৪ সালের জানুয়ারিতে সেই জোট থেকে বেরিয়ে ফের এনডিএ-র সঙ্গে হাত মেলান। বছর ঘুরতে না ঘুরতেই ইন্ডিয়া জোটে কি ফিরছেন জেডি(ইউ) সুপ্রিমো নীতীশ কুমার? আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের এক মন্তব্যের জবাবে নীতীশ কুমারের হাসি ঘিরে জল্পনা বেড়েছে বিহারের রাজনীতিতে।
গত এক দশকে একাধিকবার জোট বদলেছেন নীতীশ কুমার। কখনও এনডিএ-র সঙ্গে হাত মিলিয়ে বিহারে সরকার গড়েছেন। কখনও আরজেডি, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন। ২০২০ সালে বিজেপির সঙ্গে জোট করে বিহারে সরকার গড়েছিলেন। ২০২২ সালে এনডিএ থেকে বেরিয়ে আরজেডি ও কংগ্রেসের হাত ধরেন। কিন্তু, ২০২৪ সালের শুরুতেই ফের এনডিএ-তে ফিরে যান নীতীশ। নতুন বছরের শুরুতেই তাঁর দলবদল নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।
এই খবরটিও পড়ুন
সেই জল্পনা আরও বাড়িয়ে দেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নীতীশ কুমারের জন্য আমাদের দরজা খোলা রয়েছে। তাঁরও উচিত নিজের দরজা খুলে দেওয়া। তাহলে দুই প্রান্তের লোক যাতায়াত করতে পারবেন।”
#WATCH | Patna: Bihar CM Nitish Kumar reacts on being asked about Lalu Prasad Yadav’s statement. pic.twitter.com/6Gxb9iOZgP
— ANI (@ANI) January 2, 2025
বিহারের রাজনীতিতে লালুপ্রসাদ ও নীতীশ কুমারকে ‘বড় ভাই, ছোট ভাই’ বলা হয়। ‘বড় ভাই’-র মন্তব্যে নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন করা হয় ‘ছোট ভাই’ নীতীশকে। সাংবাদিকের প্রশ্ন শুনে বিহারের মুখ্যমন্ত্রী হাতজোড় করলেন। হাসলেন। তারপর বললেন, “আপনি কী বলছেন?” আর কোনও কথা বলেননি বিহারের মুখ্যমন্ত্রী। তাঁর এই হাসিতে জল্পনা আরও বেড়েছে।
২০২৫ সালের অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তাঁর আগে কি ফের জোট বদলাবেন নীতীশ? আরজেডি সুপ্রিমোর মন্তব্য নিয়ে লালু-পুত্র তেজস্বী যাদব বলেন, সংবাদমাধ্যমের কৌতূহল নিরসনে তাঁর বাবা হয়তো এমন মন্তব্য করেছেন। বলেন, “তিনি আর কী বলতেন? আপনাদের প্রশ্নের শুধু জবাব দিয়েছিলেন।” নতুন বছরে নীতীশ কুমার নেতৃত্বাধীন সরকারের অবসান হবে বলে আশাবাদী তিনি।
লালুপ্রসাদের মন্তব্য নিয়ে জেডি(ইউ) নেতা লালন সিং বলেন, “স্বাধীন ভারতে যে কেউ নিজের মতো বক্তব্য রাখতে পারেন। তবে এনডিএ যথেষ্ট শক্তিশালী। জেডিইউ ও বিজেপি একজোট রয়েছে।”