AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladeshi Arrest: নথি ছাড়াই থাকছিলেন শিয়ালদহের গেস্ট হাউসে, বাংলাদেশি মহিলাকে জেরা করতেই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

Bangladeshi Arrested: পুলিশ সূত্রে খবর,মহিলার নাম বেবি বিশ্বাস। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত দিন কয়েক আগে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন। শিয়ালদহের কাছে একটি গেস্ট হাউসে থাকতেও শুরু করেন। তবে বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় অভিযুক্তকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ।

Bangladeshi Arrest: নথি ছাড়াই থাকছিলেন শিয়ালদহের গেস্ট হাউসে, বাংলাদেশি মহিলাকে জেরা করতেই চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ
এন্টালি থানার পুলিশের হাতে গ্রেফতার বাংলাদেশিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 04, 2025 | 11:55 PM
Share

কলকাতা: বাংলাদেশ আবহে তৎপর পুলিশ-প্রশাসন থেকে শুরু করে বিএসএফ আধিকারিকরা। অনুপ্রবেশ রুখতে তৎপর তাঁরা। জেলাগুলি থেকে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে একাধিক অনুপ্রবেশকারী। আর এবার ফের কলকাতা থেকে গ্রেফতার এক বাংলাদেশি মহিলা। এনআরএস হাসপাতালের কাছ থেকে গ্রেফতার হয়েছেন ওই সন্দেহভাজন বাংলাদেশি মহিলা। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর,মহিলার নাম বেবি বিশ্বাস। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত দিন কয়েক আগে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন। শিয়ালদহের কাছে একটি গেস্ট হাউসে থাকতেও শুরু করেন। তবে বৈধ কাগজ পত্র দেখাতে না পারায় অভিযুক্তকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। ইতিমধ্যেই ফরেনার্স অ‍্যাক্টে রুজু হয়েছে মামলা।

এ দিকে, পুলিশ আধিকারিকরা ওই মহিলাকে জেরা করতেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রথমে তিনি পুলিশকে জানিয়েছিলেন, দিন তিনেক আগে সীমান্ত পেরিয়ে বসিরহাট দিয়ে এ রাজ্যে প্রবেশ করেন। তারপর মুম্বই চলে গিয়েছিলেন কাজের খোঁজে। কিন্তু সেখানে কাজ পাননি তিনি। এরপর পুলিশের হাত থেকে বাঁচার জন‍্য ফের ট্রেন ধরে কলকাতায় ফিরে আসেন। শনিবার বিকেলের পর থেকে শিয়ালদহ স্টেশন চত্বর ও এনআরএস হাসপাতালের সামনে ঘুরছিলেন ওই মহিলা। বিষয়টি নজরে আসে এনআরএস (NRS) আউটপোস্টের কর্তব্যরত পুলিশকর্মীদের। তাঁরাই প্রথমে আউটপোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এরপর পুলিশ জানতে পারে বাংলাদেশ থেকে এসেছেন তিনি।

উল্লেখ্য, এর আগে ডিসেম্বর মাসে পার্ক স্ট্রিট থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই মহম্মদ আবিউর রহমান নামের ওই যুবককে গ্রেফতার করে পার্কস্ট্রিট থানা। কোনও পরিচয়পত্র ছাড়াই ভারতে প্রবেশ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে।