AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Modi Government: সুবিধা পেয়েছে ৪ কোটি কৃষক! এই বিশেষ ‘কৃষক বন্ধু’ প্রকল্পের মেয়াদ বাড়াল কেন্দ্র

Modi Government: এদিন তিনি বলেন, '২০২৬ সাল মন্ত্রিসভার অনুমোদন নিয়ে এই প্রকল্পে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। যার জন্য মোট ৬৯ হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে।

Modi Government: সুবিধা পেয়েছে ৪ কোটি কৃষক! এই বিশেষ 'কৃষক বন্ধু' প্রকল্পের মেয়াদ বাড়াল কেন্দ্র
Image Credit: PTI
| Updated on: Jan 02, 2025 | 5:30 PM
Share

নয়াদিল্লি: কৃষকদের জন্য সুখবর। মন্ত্রিসভার অনুমোদন নিয়ে মেয়াদ বৃদ্ধি করা হল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার। আপাতত ২০২৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে কৃষকরা, জানালেন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

এদিন তিনি বলেন, ‘২০২৬ সাল মন্ত্রিসভার অনুমোদন নিয়ে এই প্রকল্পে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। যার জন্য মোট ৬৯ হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে। এই বীমার জন্য ইতিমধ্যে ৮ কোটি কৃষক আবেদন পাঠিয়েছে, যার মধ্যে ৪ কোটি কৃষক বীমার সুবিধা পেয়েছেন।’

কী এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা?

প্রাকৃতিক দুর্যোগ, পোকামাকড় কিংবা কোনও অনাকাঙ্খিত ঘটনার জেরে যদি কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের আর্থিক সহায়তা জোগায় এই প্রকল্প। ২০১৬ সাল থেকে শুরু হয়ে, ইতিমধ্যে ৪ কোটি কৃষকদের আর্থিক সহায়তা জুগিয়েছে এই প্রকল্প।

এদিন কৃষিমন্ত্রী আরও জানান যে চালের রফতানিতেও কৃষকদের সহযোগিতা করতে চলেছে কেন্দ্র। সেই বিষয়টিকে মাথায় রেখেই চালের রফতানি নূন্যতম রফতানি মূল্যকে বাতিল করল কেন্দ্র।

এছাড়াও, বছরের প্রথমদিনে কৃষকদের জন্য একগুচ্ছ উপহার নিয়ে আসেন প্রধানমন্ত্রী। রাসায়নিকে সারে বরাদ্দ বাড়ানো থেকে সারের দাম নিয়ন্ত্রণ। প্রতিটি বিষয়ে কৃষকদের জন্য ছাড়ের ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়, কৃষকদের কাছে যাতে সস্তায় রাসায়নিক সার বা ডি-অ্যামোনিয়াম ফসফেটের তা নিশ্চিত করতে নতুন করে ৩৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।