AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Mandir: গিজগিজে ভিড়, বছরের প্রথম দিনেই রেকর্ড গড়ল রামমন্দির

Ram Mandir: বছরের প্রথম দিনেই বিপুল জনসমাগমের সাক্ষী থাকল অযোধ্যার রামমন্দির। গত বছর ২২ জানুয়ারি মন্দির প্রতিষ্ঠার পর থেকেই অযোধ্যায় যাওয়ার হিড়িক দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে কার্যত জাঁকিয়ে বসেছে।

Ram Mandir: গিজগিজে ভিড়, বছরের প্রথম দিনেই রেকর্ড গড়ল রামমন্দির
রামমন্দিরে গিজগিজে ভিড়Image Credit: Getty Image
| Updated on: Jan 02, 2025 | 5:04 PM
Share

কলকাতা: বাংলায় বছরের প্রথম দিনে কল্পতরু উৎসবে পালনে দক্ষিণেশ্বরে ছুটে যান লক্ষ লক্ষ পুণ্যার্থী। একটা গোটা দিন ভিড়ে ঠাসা থাকে মন্দিরের অন্দর ও বাইরের চত্বর। হিন্দিবলয়ে আপাতত একই রকম আমেজ রামমন্দির ঘিরে। প্রতিষ্ঠার পর অযোধ্যায় রামলালার এটিই প্রথম বছর। আর তাকে দেখতে সেই পয়লা তারিখে ছুটে যান পুণ্যার্থীরা।

বছরের প্রথম দিনেই বিপুল জনসমাগমের সাক্ষী থাকল অযোধ্যার রামমন্দির। গত বছর ২২ জানুয়ারি মন্দির প্রতিষ্ঠার পর থেকেই অযোধ্যায় যাওয়ার হিড়িক দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে কার্যত জাঁকিয়ে বসেছে। আর বছরের পয়লা তারিখটা রামমন্দির যাওয়ার জন্য একটা অত্যন্ত ভাল দিন, এই নিয়েও কোনও সন্দেহ নেই। ফলত, ২০২৫ সালের প্রথম দিনেই রামমন্দির সাক্ষী রইল বিপুল জনসমারোহের।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বছরের প্রথম দিনে সবার আগে রামমন্দির দর্শনের জন্য মন্দির লাগোয়া এলাকাতেই তাঁবু টাঙিয়ে একরাত আগে থেকে অপেক্ষারত ছিল প্রায় দু’লক্ষ পুণ্যার্থী। পয়লা তারিখ অর্থাৎ বুধবার সকালে রামমন্দির দর্শনে হাজির হন আরও ৩ লক্ষ পুণ্যার্থী। সব মিলিয়ে ওই এক সকালেই রামমন্দিরে ভিড় জমিয়েছিল ৫ লক্ষ দর্শণার্থী।

রামমন্দির ট্রাস্টের সাধারণ সভাপতি চম্পত রাই আবার বলেন, ‘গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আমরা প্রতিবছর এই নতুন বছর উদযাপন পালন করি। ফলত বছর শেষ ও নতুন বছর শুরুর এই সময়টা গোটা দেশের মানুষই ছুটির আমেজে থাকে। আর রামমন্দির তৈরির পর থেকেই বেশির ভাগ মানুষ সেই ছুটিটা কাটাতে ছুটে আসছে অযোধ্যায়।’