AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Champions Trophy 2025: স্টেডিয়ামের কাজ আটকে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নয়া ফাঁপরে পিসিবি

PCB: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে হাতে আর বেশি সময় নেই। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাজ পড়ে অনেক। এখনও অবধি করাচির ন্যাশানাল স্টেডিয়াম সংস্কারের কাজ পূর্ণ হয়নি। এই পরিস্থিতিতে পিসিবি যে প্রবল চাপে, সেটা নিয়েই আলোচনা হচ্ছে ক্রিকেট মহলে।

| Updated on: Jan 02, 2025 | 5:09 PM
Share
এ বারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ করাচিতে। ১৯ ফেব্রুয়ারি আয়োজক পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড।

এ বারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ করাচিতে। ১৯ ফেব্রুয়ারি আয়োজক পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড।

1 / 8
আইসিসির এই টুর্নামেন্ট শুরু হতে মাস খানেকের মতো সময় হাতে রয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি সুষ্ঠুভাবে আয়োজ আগে চাপে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আইসিসির এই টুর্নামেন্ট শুরু হতে মাস খানেকের মতো সময় হাতে রয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি সুষ্ঠুভাবে আয়োজ আগে চাপে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

2 / 8
জানা গিয়েছে, করাচির ন্যাশানাল স্টেডিয়াম সংস্কারের কাজ গিয়েছে থমকে। যদিও পিসিবির পক্ষ থেকে পুরোদমে চেষ্টা করা হচ্ছে দ্রুত স্টেডিয়াম সংস্কারের কাজ পূর্ণ করার।

জানা গিয়েছে, করাচির ন্যাশানাল স্টেডিয়াম সংস্কারের কাজ গিয়েছে থমকে। যদিও পিসিবির পক্ষ থেকে পুরোদমে চেষ্টা করা হচ্ছে দ্রুত স্টেডিয়াম সংস্কারের কাজ পূর্ণ করার।

3 / 8
পিসিবির এক কর্তা জানিয়েছেন, করাচির ন্যাশানাল স্টেডিয়ামে আপাতত কোনও ম্যাচ আয়োজন করা হবে না। তা হলে এই স্টেডিয়াম সংস্কারের কাজে আরও দেরি হবে।

পিসিবির এক কর্তা জানিয়েছেন, করাচির ন্যাশানাল স্টেডিয়ামে আপাতত কোনও ম্যাচ আয়োজন করা হবে না। তা হলে এই স্টেডিয়াম সংস্কারের কাজে আরও দেরি হবে।

4 / 8
করাচির ন্যাশানাল স্টেডিয়ামে কয়েদ-ই-আজম ট্রফি ফাইনাল হওয়ার কথা ছিল। পাকিস্তানের এই প্রিমিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতার ভেনু ইউবিএল কমপ্লেক্সে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

করাচির ন্যাশানাল স্টেডিয়ামে কয়েদ-ই-আজম ট্রফি ফাইনাল হওয়ার কথা ছিল। পাকিস্তানের এই প্রিমিয়ার প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতার ভেনু ইউবিএল কমপ্লেক্সে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

5 / 8
এ ছাড়াও চলতি জানুয়ারিতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ২ টেস্টের সিরিজ হওয়ার কথা। যেটির ভেনু করাচি ন্যাশানাল স্টেডিয়াম। এই দুই টেস্ট ম্যাচ এ বার মুলতানে অনুষ্ঠিত হতে চলেছে।

এ ছাড়াও চলতি জানুয়ারিতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ২ টেস্টের সিরিজ হওয়ার কথা। যেটির ভেনু করাচি ন্যাশানাল স্টেডিয়াম। এই দুই টেস্ট ম্যাচ এ বার মুলতানে অনুষ্ঠিত হতে চলেছে।

6 / 8
করাচি স্টেডিয়ামের নির্মাণ সংক্রান্ত কিছু কাজ শেষ করার সময়সীমা ছিল ১৫ ডিসেম্বর। তা শেষ হয়েছে। তবে এখনও যে কাজ বাকি রয়েছে, তার জন্য সংস্কারের কাজে যুক্ত যে সংস্থা তাদের জোর দিচ্ছে পিসিবি।

করাচি স্টেডিয়ামের নির্মাণ সংক্রান্ত কিছু কাজ শেষ করার সময়সীমা ছিল ১৫ ডিসেম্বর। তা শেষ হয়েছে। তবে এখনও যে কাজ বাকি রয়েছে, তার জন্য সংস্কারের কাজে যুক্ত যে সংস্থা তাদের জোর দিচ্ছে পিসিবি।

7 / 8
পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনকারী তিনটি ভেনুর (করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি) সংস্কারের কাজে প্রচুর খরচ করেছে। এর জন্য় মোট খরচ হচ্ছে প্রায় ১২ বিলিয়ন।

পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনকারী তিনটি ভেনুর (করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি) সংস্কারের কাজে প্রচুর খরচ করেছে। এর জন্য় মোট খরচ হচ্ছে প্রায় ১২ বিলিয়ন।

8 / 8