
দক্ষিণ ২৪ পরগনা: ওষুধ কোম্পানিতে ওষুধ সরবরাহের নাম করে ১৬ কোটি টাকার প্রতারণার অভিযোগ। গ্রেফতার দুই।বারুইপুর থানায় অভিযোগ দায়েরের পরই গ্রেফতার করা হয় তাঁদের। গত ৬ মার্চ নাগেরবাজার এলাকা থেকে তারকনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। ধৃতের কাছে থেকে উদ্ধার হয় ১১ লক্ষ টাকার সোনার গয়না। উদ্ধার হয় বিলাসবহুল একটি গাড়ি। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর প্রায় এক কোটি টাকার ওষুধের হদিশ পায় পুলিশ। জানা গিয়েছে, মধ্যমগ্রামের একটি ভাড়া নেওয়া ঘর থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৩৫ লক্ষ টাকার ওষুধ। পাশাপাশি ধৃতের একাধিক জমির হদিশ পেয়েছে পুলিশ।
গত তিন বছর ধরে বারুইপুরের সস্তা সুন্দর নামে এক কোম্পানিতে ওষুধ সরবরাহের নাম করে প্রতারণার অভিযোগ উঠেছিল ওই তারকনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতারের পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। উঠে আসে তাঁর বান্ধবীর নামও।
সোমবার রাতে ওই ব্যক্তির বান্ধবীকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। ওই বান্ধবীর গল্ফগ্রিন এলাকার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় সাড়ে ১৬ লক্ষ টাকা নগদ। ৪০ লক্ষ টাকার গয়না ও বাজেয়াপ্ত হয়েছে চার চাকার গাড়ি। পুলিশ জানিয়েছে, বান্ধবীর নাম শতরূপা সরদার। ঠিক পার্থ-অর্পিতা জুটির মত বিলাসবহুল জীবনে অভ্যস্ত শতরূপা। তিনি পেশায় একজন বার সিঙ্গার। নাগেরবাজার এলাকার বাসিন্দা তারকনাথ ভট্টাচার্যের একটি বারেই পরিচয় হয় তাঁর।
ধৃত তারকের বিরুদ্ধে মোট ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল। সেই অভিযোগের তদন্তে নেমে শুরুতে তারকনাথকে ধরে পুলিশ। আর তারকনাথকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ এবার তাঁর বান্ধবীর খোঁজ পায়।ধৃতকে মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হবে।