South 24 Parganas: পুজোর ক’টাদিন ‘আউট অফ স্টেশন’ থাকতে চেয়েছিলেন, উটি থেকে মহীশূর যাচ্ছিল বাস… তারপরই বাড়িতে এল ফোন

Shuvendu Halder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 25, 2023 | 4:54 PM

South 24 Parganas: ভাগবতী দেবীর আঘাত কম থাকলেও তাঁর স্বামী সুদর্শন গুরুতর আহত হয়েছেন। তবে দু'জনেই সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন। তবে দুর্ঘটনার খবর আসার পর থেকেই উদ্বেগে প্রহর গুনছেন পরিবারের সদস্যরা

South 24 Parganas: পুজোর কটাদিন আউট অফ স্টেশন থাকতে চেয়েছিলেন, উটি থেকে মহীশূর যাচ্ছিল বাস... তারপরই বাড়িতে এল ফোন
তামিলনাড়ুতে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ভারতে বেরাতে গিয়ে তামিলনাড়ুতে বিজয়া দশমীর দিন বাস দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন বেশ কিছু পর্যটক। দুর্ঘটনাগ্রস্ত বাসে পশ্চিমবঙ্গের ৭২ জন পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ২৫ জন পর্যটক। সেই তালিকাতেই রয়েছেন দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির এক বৃদ্ধ দম্পতি সুদর্শন বৈদ্য ও ভগবতী বৈদ্য। স্থানীয় কোম্পানির ঠেক এলাকার বাড়ি ভাঙা আবাদের বাসিন্দা তাঁরা।

প্রশাসন সূত্রে খবর, ভাগবতী দেবীর আঘাত কম থাকলেও তাঁর স্বামী সুদর্শন গুরুতর আহত হয়েছেন। তবে দু’জনেই সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন। তবে দুর্ঘটনার খবর আসার পর থেকেই উদ্বেগে প্রহর গুনছেন পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই ওই বৃদ্ধ দম্পতিকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য রওনা দিয়েছেন পরিবারের লোকজন৷ দক্ষিণ ভারত ভ্রমণের জন্য একটি ট্যুর অপারেটরের মাধ্যমে গত ১১ অক্টোবর বাসে করে রওনা দিয়েছিলেন ওই দম্পতি।

গতকাল রাতে দুর্ঘটনার খবর এসে পৌঁছেছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ৭২ জন পর্যটককে নিয়ে গতকাল বাসটি তামিলনাড়ুর উটি থেকে মহীশূরের যাচ্ছিল। বান্দিপুর এলাকার কাছে আচমকা বেশ কিছু পথচারী বাসের সামনে চলে আসায় দ্রুত ব্রেক কষেন বাসচালক। এরফলে বাসটি উল্টে যায়। ২৫ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন। তাঁদেরকে উদ্ধার করে চামরাজানগরের সিমস হাসপাতালে ভর্তি করে স্থানীয় পুলিশ। এছাড়া বাকি পর্যটকদের আপতত গুন্ডুলপেটের আম্বেদকর ভবনে থাকার ব্যবস্থা করা হয়েছে।

Next Article