South 24 Parganas: নোংরা ভিডিয়ো দেখিয়ে উত্ত্যক্ত, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

South 24 Parganas: বিকাল সাড়ে তিনটে নাগাদ অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢোলাহাট থানার সামনে রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ বিজেপির শতাধিক কর্মী সমর্থক।

South 24 Parganas:  নোংরা ভিডিয়ো দেখিয়ে উত্ত্যক্ত, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
থানায় বিক্ষোভ বিজেপি কর্মীদের Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 01, 2025 | 4:41 PM

দক্ষিণ ২৪ পরগনা:  ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করল ঢোলাহাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম স্বপন বারিক। শুক্রবার দুপুরে ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার ইন্দ্র নারায়ণপুর হাইস্কুলে।

ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির নেতৃত্বদের সঙ্গে নিয়ে নির্যাতিতা ছাত্রীর বাড়িতে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এদিন বিকাল সাড়ে তিনটে নাগাদ অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢোলাহাট থানার সামনে রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ বিজেপির শতাধিক কর্মী সমর্থক।

বিক্ষোভের জেরে প্রায় আধ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ হয়ে পড়ে ঢোলাহাট জুমাই নস্কর রোড। পরে পুলিশের আশ্বাসে অবরোধ বিক্ষোভ তুলে নেওয়ার পর থানার আইসির সঙ্গে দেখা করে অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অগ্নিমিত্রা। তাঁর অভিযোগ, “দিনের পর দিন স্কুলের ছাত্রীদেরকে শ্লীলতাহানি করার পাশাপাশি নোংরা ভিডিয়ো দেখিয়ে উত্ত্যক্ত করতেন প্রধান শিক্ষক।”