
দক্ষিণ ২৪ পরগনা: গাছে ঝুলছে অটো! ভয়ঙ্কর এক পথ দুর্ঘটনা।গাছের ডালে আটকে ঝোলে অটো। আর রাস্তায় পড়ে রক্তাক্ত যুবক। হাড়হিম দুর্ঘটনা ক্যানিংয়ের হেড়োভাঙ্গা রোডের শরৎপল্লি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আজহার আকুঞ্জি (৩২)। তিনি মিঠাখালির বাসিন্দা। পাশাপাশি এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে পাপাই মন্ডল নামের ওই বাইকআরোহীর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে একটি পণ্যবাহী ট্রাক শরৎপল্লি এলাকায় দাঁড়িয়েছিল।সেই সময় একটি বাইকে করে ক্যানিং থেকে রায়বাঘিনী এলাকায় যাচ্ছিলেন আজহার আকুঞ্জি। বাইকের পিছনে বসেছিলেন পাপাই। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে বাইক। সেই মুহূর্তে একটি অটো হেড়োভাঙ্গার দিকে যাচ্ছিল। ট্রাকের পর অটোতেও সজোরে ধাক্কায় মারে বাইক।
দুর্ঘটনায় তীব্রতা এতটাই বেশি ছিল, বাইকের ধাক্কা রাস্তার পাশে একটি গাছের ডালে আটকে যায় অটোটি। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে থাকেন বাইক চালক।স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে বাইক চালককে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।
ঘটনাস্থলে হাজির হন ক্যানিং থানার আইসি-সহ বিশাল বাহিনী। হাজির হয় ক্যানিং ট্রাফিক পুলিশও। দুর্ঘটনাগ্রস্ত অটোটি গাছ থেকে নামানো হয়। সেই সঙ্গে বাইক,অটো ও ট্রাকটিকে বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।