South 24 Parganas: চেন্নাইয়ের হোটেলে বাংলার ছেলের ঝুলন্ত দেহ, মেঝেতে পড়ে তাঁর স্ত্রী! দম্পতি মৃত্যু ঘিরে ধোঁয়াশা

South 24 Parganas: রিজুয়ান ওই হোটেলের কর্মী ছিলেন। তাজমিরা পরিচারিকার কাজ করতেন। সোমবার সকালে রিজুয়ান তাজমিরাকে ফোন করে হোটেলে ডেকেছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। রাতের দিকে চেন্নাইয়ের পুলিশ তাজমিরার বাবাকে ফোন করে মৃত্যু সংবাদ দেয়।

South 24 Parganas: চেন্নাইয়ের হোটেলে বাংলার ছেলের ঝুলন্ত দেহ, মেঝেতে পড়ে তাঁর স্ত্রী! দম্পতি মৃত্যু ঘিরে ধোঁয়াশা
চেন্নাইয়ের হোটেলের রুম থেকে উদ্ধার দম্পতির দেহ Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 06, 2025 | 1:23 PM

দক্ষিণ ২৪ পরগনা:   ভিন রাজ্যে কর্মরত ছিলেন বাংলার দম্পতি। হোটেলের ঘর থেকে উদ্ধার করল দম্পতির দেহ। বাংলার দম্পতির দেহ উদ্ধার চেন্নাইয়ের একটি আবাসিক হোটেলের রুম থেকে। সোমবার রাতে চেন্নাইয়ের রয়াপরাম এলাকার হোটেলের রুমের মধ্যে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। স্ত্রীর দেহ মেঝে পড়েছিল। মৃত দম্পতির নাম রিজুয়ান মোল্লা (২৭) ও তাজমিরা খাতুন ( ২৩)। রিজুয়ান হাওড়ার আমতার বাসিন্দা ও তাজমিরা ডায়মন্ড হারবারের কামালপুরের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রিজুয়ান ওই হোটেলের কর্মী ছিলেন। তাজমিরা পরিচারিকার কাজ করতেন। সোমবার সকালে রিজুয়ান তাজমিরাকে ফোন করে হোটেলে ডেকেছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। রাতের দিকে চেন্নাইয়ের পুলিশ তাজমিরার বাবাকে ফোন করে মৃত্যু সংবাদ দেয়।

দেহ আনতে রিজুয়ানের পরিবার চেন্নাই গিয়েছে। তবে বাংলার এই দম্পতির মৃত্যু নিয়ে পরিবারের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। বছর খানেক আগে প্রেমে বিয়ে হয়েছিল রিজুয়ান ও তাজমিরা। বিয়ের পরই স্ত্রীকে নিয়ে চেন্নাই হোটেলের কাজে গিয়েছিলেন রিজুয়ান। তাজমিরার মা জানান, চলতি মাসের শেষে বাড়ি আসার কথা ছিল। তারজন্য ট্রেনের টিকিটও কাটা হয়ে গিয়েছিল। তার মধ্য়েই এই ধরনের ঘটনায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।