South 24 Parganas: নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মাছ ধরতে গিয়েছিলেন, উদ্ধার হল ২ মৎস্যজীবীর দেহ

Fisherman Death : বুধবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপের মায়াগোয়ালিনী ঘাট থেকে একটি ভুটভুটিতে চেপে হুগলি নদীতে মাছ ধরতে গিয়েছিল ৭ জনের একটি মৎস্যজীবী দল। সন্ধে নাগাদ দুই মৎস্যজীবীর নিখোঁজ হয়ে যাওয়ার খবর পেয়ে তল্লাশি শুরু করে গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ।

South 24 Parganas: নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মাছ ধরতে গিয়েছিলেন, উদ্ধার হল ২ মৎস্যজীবীর দেহ
মৎস্যজীবীর দেহ উদ্ধারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 22, 2025 | 8:51 PM

দক্ষিণ ২৪ পরগনা: আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃ্ষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।  বঙ্গোপসাগরে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি রয়েছে। কিন্তু আবহাওয়ার সতর্কবার্তা পাওয়ার পর উপকূলে ফেরার সময় উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে গিয়ে নিখোঁজ হন দুই মৎস্যজীবী।  শুক্রবার সকালে দু’জনেরই দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ট্রলারটি গভীর সমুদ্র থেকে রায়দিঘি ঘাটে ফিরছিল। নিখোঁজ মৎস্যজীবী রায়দিঘির বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে,  মৃত মৎস্যজীবী সীতারাম মণ্ডল (৪০) ও দেবেন জানা (৪৫) স্থানীয় রাধাকৃষ্ণপুরের বাসিন্দা।

বুধবার বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপের মায়াগোয়ালিনী ঘাট থেকে একটি ভুটভুটিতে চেপে হুগলি নদীতে মাছ ধরতে গিয়েছিল ৭ জনের একটি মৎস্যজীবী দল। সন্ধে নাগাদ দুই মৎস্যজীবীর নিখোঁজ হয়ে যাওয়ার খবর পেয়ে তল্লাশি শুরু করে গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ।

অবশেষে শুক্রবার সকালে স্থানীয় হাতি পিটিআইয়ের এলাকার কাছে হুগলি নদীর তীরে কিছুটা দূরে দুই মৎস্যজীবীর দেহ ভাসতে দেখা যায়। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য,  সক্রিয় বর্ষা, দক্ষিণবঙ্গ জুড়ে ফের প্রবল দুর্যোগের পূর্বাভাস। ঘূর্ণাবর্তর দোসর মৌসুমি অক্ষরেখা। এদিন দক্ষিণবঙ্গের ৮ জেলায় কমলা সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের। উপকূল ও পশ্চিমের ৮ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এদিন। কলকাতা-সহ ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ইঙ্গিত। বহু এলাকা নতুন করে জলমগ্ন হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গেও। এরইমধ্যে আবার নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। সোমবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে।