AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vaccine: নার্সিংহোমে জন্ম, তাই শিশুকে টিকা দিল না সরকারি উপস্বাস্থ্যকেন্দ্র! অভিযোগ অস্বীকার

South 24 Parganas: অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত স্বাস্থ্যকর্মী। টিকা দেওয়া হবে না, এরকম কোনও কথাও বলা হয়নি কাউকে বলেই দাবি তাঁর।

Vaccine: নার্সিংহোমে জন্ম, তাই শিশুকে টিকা দিল না সরকারি উপস্বাস্থ্যকেন্দ্র! অভিযোগ অস্বীকার
শিশুকে টিকা না দেওয়ার অভিযোগ। নিজস্ব চিত্র।
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 2:49 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: বেসরকারি হাসপাতালে জন্ম হয়েছে শিশুর। তাই তাকে টিকা দেওয়া হবে না। সুন্দরবনের ঝড়খালিতে বেসরকারি হাসপাতালে শিশু জন্ম গ্রহণ করায় টিকা না দেওয়ার অভিযোগ উঠল সরকারি স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে।

বাসন্তী ব্লকের ঝড়খালির ওই পরিবারের অভিযোগ, বেসরকারি হাসপাতালে শিশুর জন্ম হওয়ার কারণে টিকা দিতে চাননি সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রের এক স্বাস্থ্য কর্মী। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের ত্রিদিব নগর গ্রামের বাসিন্দা নমিতা মজুমদার প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে।

পরিবারের দাবি, সেখানে অবস্থার অবনতি হলে নমিতা মজুমদারকে স্থানান্তরিত করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। এরপর পরিবারের লোকজন ওই প্রসূতিকে দ্রুত নিয়ে যান বাসন্তী ব্লকের সোনাখালির একটি নার্সিংহোমে। গত ২৪ দিন আগে সেখানেই পুত্র সন্তানের জন্ম দেন নমিতা মজুমদার। তবে সেই নার্সিংহোমে শিশুর জন্মের পর যে টিকা প্রয়োজন, তা দেওয়া হয়নি।

এরপরই ঝড়খালি পঞ্চায়েতের ত্রিদিব নগরে স্থানীয় একটি উপস্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়ার জন্য শিশুকে সঙ্গে করে নিয়ে যান নমিতা মজুমদার ও তাঁর স্বামী। কিন্তু সেই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হয়নি কোনও টিকা। এমন কী শিশুর নামে যে পোলিওর কার্ড তাও ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি মজুমদার দম্পতির অভিযোগ, তাঁদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন সেখানকার স্বাস্থ্যকর্মীরা।

তবে সমস্ত ঘটনার কথা অস্বীকার করেন অভিযুক্ত স্বাস্থ্যকর্মী ছন্দা সরকার। তিনি জানান, কোনও দুর্ব্যবহারই কারও সঙ্গে করা হয়নি। টিকা দেওয়া হবে না, এরকম কোনও কথাও বলা হয়নি কাউকে। উল্টে স্বাস্থ্য কর্মীদের সঙ্গে ওই শিশুর পরিবারই দুর্ব্যবহার করেছে বলে দাবি করেন ছন্দা সরকার। এ বিষয়ে স্থানীয় বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, “এরকম কিছু ঘটে থাকলে তা অত্যন্ত নিন্দনীয়। আমি এ বিষয়ে বাসন্তীর বিএমওএইচকে বলব যাতে ওই শিশু টিকা পায়।”

আরও পড়ুন: Arms Licence Racket: জাল লাইসেন্সে দেদার অস্ত্র কেনাবেচা, সিআইডির জালে বাংলার ৬

আরও পড়ুন: Rail Hospital: রেলের হাসপাতালে মেয়াদ পার করা স্যালাইন পেল রোগী! হইচই শুরু হতেই সাসপেন্ড দুই

আরও পড়ুন: Basanti Accident: বাড়ির নির্মাণের কাজ তদারকি করছিলেন, রাজমিস্ত্রির সামনেই গৃহকর্তার সঙ্গে ভয়ঙ্কর ঘটনা