South 24 Parganas: প্রথমে যৌন নিগ্রহ করে ভিডিয়ো, তারপর সেই ভিডিয়ো দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

South 24 Parganas: জয়নগরের দীর্ঘদিনের বাসিন্দা অভিযুক্ত।  তাঁর পাড়ার মধ্যে একটি আলুর চপের দোকান রয়েছে। অভিযোগ,পাড়ারই ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে প্রথমে খাবারের লোভ দেখিয়ে বাগানে নিয়ে যায়। সেখানে তাকে যৌন-নিগ্রহ করে বলে অভিযোগ।

South 24 Parganas: প্রথমে যৌন নিগ্রহ করে ভিডিয়ো, তারপর সেই ভিডিয়ো দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবিImage Credit source: Tv9 Bangla GFX

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 11, 2025 | 6:52 PM

দক্ষিণ ২৪ পরগনা: নাবালিকার যৌন নিগ্রহের অশ্লীল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল জয়নগরের এক ব্যক্তির বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জয়নগরের খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের দেওয়ানগঞ্জ মন্ডলপাড়ায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  জয়নগরের দীর্ঘদিনের বাসিন্দা অভিযুক্ত।  তাঁর পাড়ার মধ্যে একটি আলুর চপের দোকান রয়েছে। অভিযোগ,পাড়ারই ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে প্রথমে খাবারের লোভ দেখিয়ে বাগানে নিয়ে যায়। সেখানে তাকে যৌন-নিগ্রহ করে বলে অভিযোগ। তারপর অশ্লীল ভিডিয়ো তুলে রাখে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ওই নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ।

নির্যাতিতা ওই নাবালিকা বাড়ি ফিরে তার মাকে সব কথা খুলে বলে। এরপরই নাবালিকার মা জয়নগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ পেয়েই জয়নগর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।শুক্রবার অভিযুক্ত ব্যক্তিকে বারুইপুর আদালতে পাঠানো হয়। পাশাপাশি নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষা করানো হয়।