South 24 Parganas: রাস্তার ধারে পড়ে ব্যান্ডেজ জড়ানো মানুষের কাটা পা…তদন্তে নেমে আসল ঘটনা জানতে পেরে চমকে উঠল পুলিশ

South 24 Parganas: অনেকে মোবাইলে ছবি তুলে সামাজিক মাধ্যমেও পোস্ট করতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পাওয়ার পর রাতেই উস্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা পা-টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতাল মর্গে পাঠায়।

South 24 Parganas: রাস্তার ধারে পড়ে ব্যান্ডেজ জড়ানো মানুষের কাটা পা...তদন্তে নেমে আসল ঘটনা জানতে পেরে চমকে উঠল পুলিশ
রাস্তার ধার থেকে উদ্ধার মানুষের কাটা পাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 11, 2025 | 5:19 PM

দক্ষিণ ২৪ পরগনা:  রাস্তার পাশে ব্যান্ডেজ জড়ানো অবস্থায় একটি কাটা পা পড়ে থাকা ঘিরে আতঙ্ক ছড়ায় দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানার সরাচী এলাকায়। রবিবার রাতে দেউলার মোড় থেকে উস্তি যাওয়ার রাজ্য সড়কের পাশে পায়ের কাটা অংশটা ব্যান্ডেজ জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর চাউর হতেই এলাকার প্রচুর মানুষ ভিড় জমায়। কোথা থেকে, কীভাবে এল মানুষের পায়ের কাটা অংশ, তা নিয়ে জোর গুঞ্জন ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

অনেকে মোবাইলে ছবি তুলে সামাজিক মাধ্যমেও পোস্ট করতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পাওয়ার পর রাতেই উস্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা পা-টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতাল মর্গে পাঠায়।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা একটি সংস্থার গাড়ি থেকে পায়ের কাটা অংশটা রাস্তার পাশে পড়ে গিয়েছিল। ওই গাড়িতে হাসপাতালের সমস্ত বর্জ্য ধামুয়ার গারবেজে যাচ্ছিল বলে জানা গিয়েছে। পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।