
দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে চুরি করতে এসে এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ পিয়ালি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতারও করেছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে।কিছুদিন আগে অভিযুস্ত একটি বাড়িতে চুরি করতে যায়। ওই বাড়িরই বাসিন্দা বৃদ্ধা। তিনি বিষয়টি দেখতে পান, বাধা দেন। তাঁর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তারপর বাইকটিও চুরি করে পালায়।
এরপর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তাতে অভিযুক্তের হাতের বালা নজরে পড়ে পুলিশের। সেই হাতের বালা দেখেই অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। তাঁকে পিয়ালি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, অভিযুক্ত জেরায় নিজের অপরাধ স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে খবর, বারইপুর স্পেশ্যাল অপারেশন টিমের সদস্যরা গত ১০ দিনে ৩০ জন চোরকে গ্রেফতার করে। যার মধ্যে চারটি চুরির ঘটনার চুরি যাওয়া সামগ্রিক উদ্ধার করেছে পুলিশ।