South 24 Parganas: ১০ বছর বয়সে ঘর ছেড়েছিল, এসআইআর ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া সন্তানকে!

South 24 Parganas: এসআইআর-এর কাগজ নিতে বাড়ি ফেরা বলে জানান রমজান। রাজনৈতিকভাবে বরাবরই স্রোতের বিপরীতে হাটে ভাঙড়। এসআইআর- এর ইস্যুতে সেই ধারাবাহিকতা বজায় রাখল ভাঙড়। বর্ডার এলাকায় যখন ভিড় বাড়ি ফেরার। তখন এসআইআর-এর কারণে নিজের বাড়ি ফিরে পেল হারিয়ে যাওয়া রমজান।

South 24 Parganas: ১০ বছর বয়সে ঘর ছেড়েছিল, এসআইআর ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া সন্তানকে!
রমজান ফিরে পেল পরিবারImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 22, 2025 | 12:06 PM

দক্ষিণ ২৪ পরগনা: এসআইআর ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া সন্তানকে! ভাঙড়ের হাতিশালার রমজান মোল্লা মাত্র ১২ বছর বয়সে হারিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছিল। প্রায় ২৬ বছর পর এসআইআর-এর কারণে বাড়ি ফিরল হারিয়ে যাওয়া ছেলেটি। গল্পের ছলে হারিয়ে যাওয়া রমজান জানান এক বিহারি ড্রাইভারের হাত ধরে বাড়ি ছেড়েছিলেন তিনি।

তারপর বিভিন্ন রাজ্য ঘুরে শেষে বীরভূম জেলায় দীর্ঘদিন ধরে থাকতে শুরু করেন।সেখানেই বর্তমানে সংসার আছে রমজানের৷ আছে সন্তানরাও। এসআইআর- এর ফর্ম নিতেই বাড়িতে ফিরেছি বলে জানান রমজান। রমজান জানান, হাতিশালা-গাবতলার নাম মনে ছিল।। মামারবাড়ি কোচপুকুর সেটা মনেছিল।

কিন্তু এলাকায় পৌঁছে কিছুই বুঝতে পারছিলাম না। মামার বাড়ি এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করতেই কৌতুহলী মানুষের সহযোগিতায় মামার বাড়িতে পৌঁছায়। মামার বাড়ির সহযোগিতায় ২৬ বছর পর নিজের বাড়িতে পা রাখি।

এসআইআর-এর কাগজ নিতে বাড়ি ফেরা বলে জানান রমজান। রাজনৈতিকভাবে বরাবরই স্রোতের বিপরীতে হাটে ভাঙড়। এসআইআর- এর ইস্যুতে সেই ধারাবাহিকতা বজায় রাখল ভাঙড়। বর্ডার এলাকায় যখন ভিড় বাড়ি ফেরার। তখন এসআইআর-এর কারণে নিজের বাড়ি ফিরে পেল হারিয়ে যাওয়া রমজান।

রমজান বলেন, “একজন বিহারের লোকের সঙ্গে চলে গিয়েছিলাম, তখন বয়স ১২। মুম্বই, দিল্লি ঘুরেছি, কাজ করেছি। তারপর তো মুর্শিদাবাদে এসে থাকি। এখন আমার বউ-বাচ্চা রয়েছে। আসলে বাড়ির ঠিকানা সেভাবে মনে করতে পারছিলাম না। হাতিশালায় বাড়ি, সেটাই শুধু মনে ছিল।”